Thursday, November 28, 2024

একটা মানুষের প্রতি অনুভূতি জন্মাতে যেমন সময় লাগে

 __"কারো প্রতি একবার অনুভূতি নষ্ট হয়ে গেলে, মানুষ আর তখন ভালোবাসা, মায়া, টান এসব আর দেখে না। একটা মানুষের প্রতি অনুভূতি জন্মাতে যেমন সময় লাগে, ঠিক তেমনি সেই মানুষটার অবহেলা, ব্যবহার এবং আচরণে অনুভূতি নষ্ট হয়ে যায়!


প্রচন্ড ভালোবাসা পাওয়ার পরেও যারা অবহেলা করে, যাদের স্বভাবে মিথ্যা এবং লুকোচুরি লুকিয়ে থাকে, তাদের প্রতি অনুভূতি কখনোই একইরকম থাকে না।


অনুভূতি এমন এক জিনিস, যেটার যত্ন না নিলে নষ্ট হয়ে যায়। মানুষ তার মন এবং অনুভূতির ব্যাপারে একদমই চাপ নিতে পারে না। মানুষ যেখানে যত্ন পায়, সম্মান এবং গুরুত্ব পায়, ভালোবাসা এবং আদর পায়, সেখানেই নিজেকে রাখতে চায়।


আর যেখানে নিজের আত্মত্যাগ এবং ভালোবাসার বিনিময়ে শুধুই অবহেলা পায়, অসম্মান পায়, সেখানে একটা সময় পর গিয়ে থেকে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলে! সম্পর্ক যখন অসম্মানের কারণ হয়ে দাঁড়ায়, যখন মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়, মানুষ তখন আর ভালোবাসা, মায়া, টান, এসব আর দেখে না–সম্পর্ক থেকে মুক্তি চায়।


কারো প্রতি অনুভূতি নষ্ট হয়ে গেলে, সেই মানুষটার জন্য আর কোনো অনুভূতিই কাজ করে না। যার প্রতি একবার অনুভূতি নষ্ট হয়ে যায়, তার সাথে থাকতে গেলেই মানসিক যন্ত্রণা ভোগ করতে হয়!

No comments:

Post a Comment

প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন।

 💘প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন। 🌻 বেশিরভাগ পুরুষই তাদের মায়ের কাছ থেকে ভালোবাসা পাননি, তাই তারা অবচেতনভাবেই নারীদের মাধ্যমে সে...