Monday, November 25, 2024

ভালোবাসার মানুষ ছাড়াও মানুষ বাঁচে,শুধু মন বাঁচেনা


 !! ভালোবাসার মানুষ ছাড়াও মানুষ বাঁচে,শুধু মন বাঁচেনা !!


মানুষ তার ঘর ছাড়ে,সংসার ছাড়ে,পাড়া,প্রতিবেশী,সমাজ,শহর,দেশ,সব ছাড়ে,কিন্তু ভালোবাসার মানুষের প্রতি মায়া ছাড়তে পারে না।


ভালোবাসার মানুষ কষ্ট দিলে, সেই কষ্টও কিছু দিন পর ভুলা যায়,কিন্তু মানুষটাকে ভুলা যায় না। ভালোবাসার মানুষ ছাড়াও মানুষ বাঁচে,শুধু মন বাঁচেনা। জরুরী বিভাগের শেষ নিশ্বাসের আগেও মন বলে, যদি যাওয়ার আগে একটাবার ওই মুখটা কাছে থেকে দেখতে পারতাম!

.

.


No comments:

Post a Comment

প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন।

 💘প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন। 🌻 বেশিরভাগ পুরুষই তাদের মায়ের কাছ থেকে ভালোবাসা পাননি, তাই তারা অবচেতনভাবেই নারীদের মাধ্যমে সে...