প্রত্যেকের জীবনেই কম বেশি এমন কিছু ঘটে যার উত্তর খুঁজে পাওয়া যায় না, আমরা কেউ বুঝতে পারিনা এর কারণ...অথচ অজানা এক কারণে হতাশায় ভুগি... কাউকে বলতেও পারি না, কোনো প্রমাণ তো নেই শুধু অনুভুতি দিয়ে কারোকে দো*ষী সাব্যস্ত করা যায় না কি!??
এই ধরুন,যাদের সাথে নিত্যদিন ওঠা বসা করছি বা যাতায়াতের পথে দেখা হচ্ছে, বা ফেসবুক ফ্রেন্ড শুধু মাত্র কেউ ইশারায় বোঝাতে চাইছে সে আপনাকে পছন্দ করে, অনুভব করতে পারেন তার আচার ব্যবহার থেকে, আপনার প্রতি এক দূর্বলতার আভাস পান কিন্তু আশ্চার্যজনকভাবে কোনো কমিটমেন্ট বা প্রোপোজাল আসেনা, দীর্ঘদিন শুধু লুকোচুরি খেলাই চলতে থাকে...তারপর হঠাৎ করেই একদিন দেখবেন অন্য কারো সাথে ঠিক একই ভাবে এই খেলা চলছে.....আসলে এটা একধরণের mind game ভালোবাসা না। আপনার অনুভুতি নিয়ে খেলাটা সে শুধুমাত্র enjoy করে....
খোঁজ নিয়ে দেখবেন এরকম অনেকের মুখেই ওই একটা মানুষকে নিয়ে শুনবেন কিন্তু সব তো mind game প্রমাণ কোথায়????? চাইলেও তার বিরুদ্ধে কিছু করতে পারবেন না.....
হ্যাঁ, কিছু মানুষ আছে যাদের এরকম মানসিকতা কাজ করে, সে চাইলেই অনেক জন কে ঘোরাতে পারে, কিন্তু ওই যে দো*ষ রাখা যাবে না, আমি খেলবো অন্যদের মন নিয়ে কিন্তু চাইলেও সে আমাকে দো*ষী প্রমাণ করতে পারবে না। জানেন তো এই মানসিকতার মানুষরা নিজের আনন্দটাকেই প্রায়োরিটি দেয় সামনের মানুষদের অনুভুতি তারা বোঝেনা, তারা এটা জানে না অজান্তেই কত মানুষের দীর্ঘশ্বাসের কারণ হচ্ছে... মানুষ ভুলে যাবে, মানুষকে ভুল বোঝানোও যাবে কিন্তু প্রকৃতি, সে তার নিজ পথে সব টুকু ফিরিয়ে দেবে.....🙂
Mind game এর খেলোয়াড় আমাদের আশে পাশে কম নেই, ভালো করে Observe করলেই এরকম মানুষ দেখতে পাবেন, এরা জানে না তাদের এই mind game একটা মানুষকে মনের দিক থেকে কতটা ক্ষ*ত বিক্ষ*ত করতে পারে, হয়তো মানুষের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় কিন্তু স্রষ্ঠার কাছে কিভাবে??????
শারীরিক ভাবে হ*ত্যার থেকেও মানসিকভাবে কারোকে হ*ত্যা টা অনেক বেশি ভয়*ঙ্কর....
প্রতক্ষ্য বা পরোক্ষ যেভাবেই হোক একজনের অনুভুতি নিয়ে খেলা মানেই সে প্রতা*রক, এটা ভুলবশত হয় না, ইচ্ছাকৃত ভাবেই সে এই mind game খেলে।
Loyality সবার থেকে আশা করা যায় না, অনেক কঠিন নিজেকে সামনের মানুষটার মানসিক শান্তির কারণ হিসাবে গড়ে তোলা... একটা মানুষকে ভালো রাখা বা তার ভালো থাকার কারণ হওয়া 🙂
মানুষের আচরণ বলে দেয় সে আদৌতে Honest/che-ater.....
🫠🫠
✍️©️®️
No comments:
Post a Comment