কেউ যখন আপনাকে বারবার প্রতিযোগিতার কথা মনে করিয়ে দেয়, সরে যান। জীবন,সত্যিকার অর্থেই কোন প্রতিযোগিতা না ।
অন্যের জীবন, অন্যের সফলতার দিকে তাকানো বন্ধ করে দিন।
জীবন আপনাকে দেয়া সৃষ্টিকর্তার এক পরম সময়।
তাতে এই আধুনিক সময়ের সংজ্ঞায় নির্ধারিত সফলতা বা অসফলতায় কিছু যায় আসেনা।
সরল থাকুন। নিজের ঘরে নিজের দুপুরটা উপভোগ করতে শিখুন।
ভালোবাসার মানুষ গুলোকে জড়িয়ে রাখুন।
এত ক্ষুদ্র এ জীবন।
এত অনিশ্চিত!
মানুষ একজনের থেকে আরেকজন ম্যাজিস্টিকলি ডিফরেন্ট জিনিস।
আপনার যা ভালো লাগে, আরেকজনের তা লাগেনা।
যে গান আপনি শুনেন, তা আরেকজন শুনেনা।
যে রঙ আপনার মনে বিহবলতা আনে, তা আরেকজনের আনেনা।
আপনার লেখাপড়া, আপনার চাকরি চিন্তা একেবারেই আপনার মতন হবে। কাউকে তেড়েফুঁড়ে গিয়ে ফলো করার কিছু নাই।
চাকরি ভালো না লাগলে ব্যবসা করবেন।
তা ভালো না লাগলে সময় নিন। দেখেন কি করলে আপনার মস্তিষ্ক কম্ফোর্ট পায়।
একটাই জীবন, তাতে নিজেকে কষ্ট দেয়ার তো দরকার নাই!
কেউ যদি বলে, যে বন্ধু পাশে দাঁড়ায় নাই, তাকে মনে রাখ, তাকে শত্রু তালিকাবদ্ধ কর, তাকে ক্ষমা করোনা।
তাকে এড়িয়ে চলুন। সে আপনাকে ভুল তথ্য দিচ্ছে। আপনার মনে নেগেটিভিটি নিয়ে আসছে। ঘৃণা তৈরি করছে।
জিনিসগুলো আপনার আত্মাকে নষ্ট করবে।
আপনাকে ক্ষুদ্র করবে।
ঘৃণা, ইগো হচ্ছে স্যাটানিক খেলা। নেগেটিভিটির খেলা।
মানু্ষকে ক্ষমা করা শিখুন দয়া করে।
দয়া করে মন নরম করে আনুন।
অনেকের অনেক রকম বাস্তবতা থাকে। কোন কারনে আপনার সাথে তার গন্ডগোল হয়েছে হয়তোবা,,,,হয়তোবা সে ইচ্ছা করেই কিছু একটা করেছে বা ইগনোর করছে।
দৃষ্টি সরিয়ে নেয়া শিখুন।
এ এক অদ্ভুত মানব জনম,,,,এ এক অসাধারন গিফট,,,,একে ঘৃণা, রাগ, নেগেটিভিটির বিশ্রী আস্তরে ঢেকে ফেলবেন না দয়া করে।
বাতাসে বহিছে প্রেম প্রিয়,,,,
একটা সরল অরুন্ধতী ফুটেছে গগনে,
একটা নরম বাতাস ছুঁয়ে এলো শিউলি ফুল,,,,😍
ভালোবাসুন মন খুলে, প্রাণ খুলে।
No comments:
Post a Comment