Thursday, November 28, 2024

তোমারে নিজের কইরা পাবার জন্য যতটুকু ভাগ্য দরকার হয়


 বুঝলা প্রিও

 তোমারে নিজের কইরা পাবার জন্য যতটুকু ভাগ্য দরকার হয়। সেটুকু ভাগ্য নিয়া এই পৃথিবীতে আমার জন্ম হয় নাই । তবে তোমাকে ভালোবাসার জন্য যত বড় মন আর আবেগের প্রয়োজন হয়, তার থেকে হাজার বড় গুণ মন এবং আবেগ নিয়ে জন্ম হয়েছে আমার এই পৃথিবীতে।

 বিশ্বাস করো প্রিয় ,মনের গহীন কোণ থেকে নিঃস্বার্থ ভাবে ভালোবেসে ছিলাম তোমায়। এই ভালোবাসা নিয়ে সারাটা জীবন আগলে রাখতে চেয়েছিলাম তোমায়।

কিন্তু তুমি আমার ভালোবাসার মূল্য দিলা না..?


হয়তো সবকিছুই আমার ভাগ্য নেই তাইতো তোমাকে পাওয়া হইলো না।💔🥀

No comments:

Post a Comment

প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন।

 💘প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন। 🌻 বেশিরভাগ পুরুষই তাদের মায়ের কাছ থেকে ভালোবাসা পাননি, তাই তারা অবচেতনভাবেই নারীদের মাধ্যমে সে...