Thursday, November 28, 2024

জীবনে মানসিক শান্তিটাই আসল


 __"জীবনে মানসিক শান্তিটাই আসল। বাকি সব কিছু মিথ্যা। আপনার কাছে সবকিছু আছে শুধু মানসিক শান্তি নাই। আমার মতে আপনার কাছে কিচ্ছু নাই, নাথিং। দুনিয়াদারি একদিকে আর নিজের মানসিক শান্তি আরেকদিকে। নিজের মনের শান্তিটাকে খুঁজুন। বিশ্বাস করুন, মনের শান্তির উপরে কিচ্ছু নাই। কিচ্ছু না। মন শান্তি তো সব শান্তি। কিন্তু সময়ের বিবর্তনে আমরা সেই মনের শান্তি বা মানসিক শান্তি টাই হারিয়ে ফেলি।  প্রত্যেক টা মানুষের জীবনেই কিছু শব্দহীন ব্যাথা থাকে।  যার সাক্ষী সে নিজেই আর কেউ না।  আর হয়তো এই জন্যই আমরা দিনের আলোতে সবার কাছে অভিনয় না করেও নিক্ষুত একটা অভিনেত্রী বা অভিনেতা হয়ে যায়।  আর যখন রাত নামে তখন নিজের সঙ্গে নিজের যুদ্ধ, বোঝাপড়া,, দীর্ঘশ্বাস,,  চোখে জল নিয়ে রাত পার করতে হয়...😥

No comments:

Post a Comment

প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন।

 💘প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন। 🌻 বেশিরভাগ পুরুষই তাদের মায়ের কাছ থেকে ভালোবাসা পাননি, তাই তারা অবচেতনভাবেই নারীদের মাধ্যমে সে...