Thursday, November 28, 2024
জীবনে মানসিক শান্তিটাই আসল
__"জীবনে মানসিক শান্তিটাই আসল। বাকি সব কিছু মিথ্যা। আপনার কাছে সবকিছু আছে শুধু মানসিক শান্তি নাই। আমার মতে আপনার কাছে কিচ্ছু নাই, নাথিং। দুনিয়াদারি একদিকে আর নিজের মানসিক শান্তি আরেকদিকে। নিজের মনের শান্তিটাকে খুঁজুন। বিশ্বাস করুন, মনের শান্তির উপরে কিচ্ছু নাই। কিচ্ছু না। মন শান্তি তো সব শান্তি। কিন্তু সময়ের বিবর্তনে আমরা সেই মনের শান্তি বা মানসিক শান্তি টাই হারিয়ে ফেলি। প্রত্যেক টা মানুষের জীবনেই কিছু শব্দহীন ব্যাথা থাকে। যার সাক্ষী সে নিজেই আর কেউ না। আর হয়তো এই জন্যই আমরা দিনের আলোতে সবার কাছে অভিনয় না করেও নিক্ষুত একটা অভিনেত্রী বা অভিনেতা হয়ে যায়। আর যখন রাত নামে তখন নিজের সঙ্গে নিজের যুদ্ধ, বোঝাপড়া,, দীর্ঘশ্বাস,, চোখে জল নিয়ে রাত পার করতে হয়...😥
Subscribe to:
Post Comments (Atom)
প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন।
💘প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন। 🌻 বেশিরভাগ পুরুষই তাদের মায়ের কাছ থেকে ভালোবাসা পাননি, তাই তারা অবচেতনভাবেই নারীদের মাধ্যমে সে...

-
তোমাকে ছাড়া হয়তো বেঁচে থাকতে পারবো, ,,,, কিন্তু , কখনো সুখে থাকতে পারবো না,। ভেবো না, তাই বলে তোমার ইচ্ছার বিরুদ্ধে ,,,,,,,,,,,,,,...
-
আজ সত্যিই আমি অপরিচিত নিজের কাছে হারিয়ে ফেলেছি আমি, আমার আমি কে ছোট্ট কিছু স্বপ্ন ছিল বাস্ততা স্বপ্ন গুলো কে বদলে দিল আজ কষ্ট হচ্ছে না...
No comments:
Post a Comment