Wednesday, November 27, 2024

ভালোবাসার থেকেও কঠিন জিনিস কি জানো?


 ভালোবাসার থেকেও কঠিন জিনিস কি জানো?

" মায়া " ভালোবাসা চলে গেলে মানুষ বিশ বছরের সংসার ফেলেও চলে যেতে পারে। আবার সেই মানুষ'ই যদি মায়া'য় আটকে যায় তাহলে দুই মাসের "মায়া' য় পড়ে সারা জীবন থেকে যায়। ভালোবাসার শেষ আছে কিন্তু "মায়া চিরন্তন এর কোন শেষ নেই !


শোনো প্রিয়" তোমারে একখানা কথা কই , তুমি শুধু আমার ভালোবাসায় নও তুমি হচ্ছ আমার "মায়া " যার কোন শেষ নেই! ভালোবাসা ভুলে থাকা গেলেও মায়া  কখনো ভুলে থাকা যায় না ।


তুমি হচ্ছো আমার "মায়া ” যা আমি কখনোই ভুল থাকতে পারবো না।🩷🌼🖇️


_সংগ্রহীত

No comments:

Post a Comment

প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন।

 💘প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন। 🌻 বেশিরভাগ পুরুষই তাদের মায়ের কাছ থেকে ভালোবাসা পাননি, তাই তারা অবচেতনভাবেই নারীদের মাধ্যমে সে...