শহরে ডাস্টবিন দেখি,ময়লা আবর্জনা দেখি,
তোমার ভিতরে দুর্গন্ধের ময়লাস্তপ দেখিনা।
ভাঙা আয়না,ভাঙা কাঁচের চুড়ি,ভাঙা মেট্রোরেল দেখো,
নিজের হাতে ভাঙা আমার মনটা দেখোনা তুমি।
কবিতা,উপন্যাস,নাটকের স্ক্রিপ্ট ,কিংবা কোন লেখকের এক লাইন ট্রাজেডি সংলাপ দেখে কাঁদো তুমি,
আমি দুঃখী মানুষ,চোখে জল , মুখে বলিনা দেখো আর হাসো তুমি।
ক্ষুধার্ত কুকুর,টোকাই ছেলের কান্না,পাগলীটার খালি পেটে আহাজারি দেখে মন কাঁদে তোমার,বিলিয়ে দাও খাদ্য।
অথচ দেখো,প্রেমে ক্ষুধার্ত প্রেমিক আমি,আমাকে করুণা করে এক চিমটি প্রেম দান করো না তুমি।
গান শুনো,কবিতা শুনো,আবৃত্তি শুনো,কতশত দুঃখী মানুষের কথা মনোযোগ দিয়ে শোনো,
তোমাকে আমার একটা কথা বলা দরকার,
সময় হয়না তোমার, তবুও বলি, শোনো না মেয়ে তুমি...
তুমি উপপাদ্যের অংক বুঝো,পিথাগোরাসের সূত্র বুঝো,
সাইন্সের সূত্র বুঝো,বায়োলজির সবই বুঝো,
পানির মতো সহজ একটা মানুষ আমি,আমাকে বুঝো না।
তুমি পৃথিবীর সবই দেখো,সবই বুঝো,
শুধু আমাকে দেখোনা,আমার মন বুঝোনা।
No comments:
Post a Comment