“ভালোবাসায় কখনো শরীর আসে না" এটা যারা বলেন,তাদের ধারণায় কিঞ্চিত ভুল আছে বৈকি!
মানুষের শারীরিক চাহিদা আর মানসিক চাহিদা দু'টোই খুব সেনসেটিভ ইস্যু! মানুষের এ দুটো চাহিদা পূরণ হলে,মানুষের আর তেমন কিছু লাগে না।মানসিক প্রশান্তি লাভে অবশ্যই এ দু'টো চাহিদার পূরণ অনিবার্য।
এখন আপনি যাকে মন থেকে ভালোবাসেন,সে যদি আপনার মনকে ভালোবাসে;তবে তাকে কি কখনো শারীরিক চাহিদায় টানবে না?এখন তার যদি শারীরিক চাহিদার টান থাকে,তবে আপনি কি চাইবেন সে অন্য কারো কাছে যাক?নিশ্চয়ই না।
পক্ষান্তরে আপনাকে যে মন থেকে ভালোবাসে,সেও চাইবে না আপনি তাকে ছাড়া অন্য কারো কাছে যান।
একটা মানুষকে ভালোবাসি মানে,তার সবটা আমার চাই।মন হোক কিংবা শরীর,তার সবকিছু শুধু আমার।
তবে ব্যপারটা হচ্ছে;
সম্পর্ক কেবলই শরীর কেন্দ্রিক হতে পারে না কখনোই।আগে মানসিক দিকটা পূরণ হলেই শারীরিক দিকটা এমনিতেই চলে আসে।
তবে যারা বলেনঃ
ভালোবাসায় কোনো শরীরের স্থান নেই। তারা দয়া করে ভালোবাসার মানুষটাকে একটু স্বাধীনতা দিন না,যাতে শরীরের টানে সে অন্য কারো কাছে যেতে পারে।
ভয় নেই...সে তো আপনাকে মন থেকেই ভালোবাসে,শরীরের ভালোবাসার তো আপনার কোনো প্রয়োজনই নেই।সে মন আপনাকে দিলে,শরীর অন্য কাউকে দিলে দোষ কোথায়? মানুষ হিসাবে তো তার শারীরিক চাহিদাকে সে বিসর্জন দিতে পারে না!
যারা বলেনঃ
"ভালোবাসায় কোনো শরীরের স্থান নেই" আমি বলবো; বিয়ের আগে কিংবা পরে আপনার ভালোবাসারও কোনো প্রয়োজন নেই।শরীর কেন্দ্রিক ভালোবাসা পাপ হলে,বিয়ের আগে কিংবা পরে ভালোবাসাটা আরও জঘন্যতম পাপ!"শরীর চাওয়া পাপ"এই একটা পাপ সামনে এনে,বিশাল পাপটি আপনি এড়িয়ে যান কি করে?
No comments:
Post a Comment