তুমি একটু আসবে, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে!
তুমি এলে আমার সিঁথানের পাশে বসতে দিবো,
আমার শরীরে মারাত্মক জ্বর, মনের কথা নাইবা বলি!
জ্বরের তিব্রতায় যখন মহাবিশ্ব ভুলে যাই, কেবল তুমিই স্বরণে থাকো!
সম্ভবত তোমাকে এতটুকুই ভালোবাসতে পেরেছি!
আমার নিয়তির সঙ্গে আগেও দেখা হয়েছে, এমন ভাগ্য নিয়ে তোমাকে চাওয়া অহেতুক!
এ কথা আমি জানলেও, মন কে কোন যুক্তি দিয়ে বুঝাতে পারি না!
পৃথিবীর ইতিহাসে শেষ ছাতক পাখির মত, তোমার অপেক্ষার পথ চেয়ে আছি!
জীবনের এমন পর্যায়ে তুমি আমাকে ছেড়ে গেছো, অনেকগুলো ট্রাজেডি মোকাবিলা শেষ করে উঠেছি মাত্র!
পুরো জীবন ব্যথায় জর্জরিত!
পুরুষের জীবন পেয়েছি, তবুও আমাকে অফিস করতে হয়!
লোকের সঙ্গে হাসতে হয়, ঠান্ডা মেজাজে বুঝাতে হয়!
মায়ের সঙ্গে এতটা মিথ্যুক হইনি আগে কখনো, কেমন আছি প্রশ্নে বলি, ভালো আছি!
অথচ মা জানে না সমস্ত ভালো থাকা নিয়ে, তুমি হারিয়েছো!
মাঝেমধ্যে ইচ্ছে হয় তোমার উদ্দেশ্যে সুসংবাদ রাখি, আমি কিছুদিন হয় সিগারেট ছেড়েছি!
তুমি ফিরে এলেই মায়ের সঙ্গে সত্য বলবো, নিয়তিও ইয়ার্কি থামিয়ে ভদ্রলোকের ব্যবহার করবে!
তুমি ফিরে এলেই, রিটায়ার্ড নিবো অপেক্ষাকৃত ছাতকের চোখ থেকে!
শরীরের জ্বর নিয়ে মাথা ব্যথা নেই, মনের জ্বর কমবে তুমি এলে।
No comments:
Post a Comment