Sunday, January 24, 2016

বিয়ের পরের কবিতা, কিউট ঝগড়া posted by তুহিন

বিয়ের পর স্বামী স্ত্রী কবিতার
মাধ্যমে ঝগড়া করছেঃ
স্বামীঃ আতা গাছে তোতা পাখি
ডালিম গাছে মৌ,
আগে জানলে আনতাম না ঘরে এমন
ঝগড়াটে বউ।।
স্ত্রীঃ নোটন নোটন পায়রা গুলি
ঝোটন বেঁধেছে ,
আমাকে বিয়ে করতে তোমায়
কে বলেছে?
স্বামীঃ ঐ দেখা যায়
তালগাছ
ঐ আমাদের গাঁ,
বিয়ের
আগে লক্ষী মেয়ে,
কিছুই চাইতো না।
স্ত্রীঃ হাড়- কিপ্টা………।
স্বামীঃ আয় ছেলেরা আয়
মেয়েরা
ফুল তুলিতে যাই,
বিয়ের পরে এখন
শুধু
করে যে খাই খাই।।
স্ত্রীঃ ছিপখান তিন দাঁড়
তিন জন মাল্লা,
কি আছে কপালে জানেন
শুধু আল্লাহ।।
স্বামীঃ ভোঁর হল দোড় খোল
খুকুমনি উঠোরে,
ভালো যদি না লাগে বাপের
বাড়ী ছোটরে।।
স্ত্রীঃ আগডুম বাগডুম
ঘড়ারডুম
সাঁজে,
আগে বুঝি নাই
তুমি এত বাজে।।
স্বামীঃ আয়
বৃষ্টি ঝেঁপে ধান
দিবো মেপে,
আর
বেশি চিল্লাইলে ধরবো গলা চেপে।।
স্ত্রীঃ আগে কি বলতে মনে আছে ??
পূরণ করতে তোমার মনের সাধ,
আকাশ থেকে আইনা দিমু
চাঁদ।।
এখন বাজার থেকে শাড়ি আনাও
বাদ, কে জানত আগে,
প্রেমে এত খাঁদ।’
 27-01-2015

No comments:

Post a Comment

প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন।

 💘প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন। 🌻 বেশিরভাগ পুরুষই তাদের মায়ের কাছ থেকে ভালোবাসা পাননি, তাই তারা অবচেতনভাবেই নারীদের মাধ্যমে সে...