Wednesday, January 6, 2016

Miss you ..... posted by তুহিন

"আমি ভিষণ মিস করছি তোমায়"
তোমার জন্য ,
আমি পারব হাজারো মহাসাগর পাড়ি দিতে ,
শুধু তোমায় কাছে পেতে ,শক্ত করে আগলে রাখতে
।।
তোমার জন্য ,
আমি পারব হাজারো পর্বত আরোহণ করতে ,
শুধু তোমায় তোমায় কাছে পেতে ,
শুধু প্রতিটা রাতে যেন আমি বলতে পারি যে ......
"আমি ভিষণ মিস করছি তোমায়" copy

No comments:

Post a Comment

প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন।

 💘প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন। 🌻 বেশিরভাগ পুরুষই তাদের মায়ের কাছ থেকে ভালোবাসা পাননি, তাই তারা অবচেতনভাবেই নারীদের মাধ্যমে সে...