আজ তুমি যাকে কাঁদালে একবার ভেবে দেখো,
এই মানুষ টাই কোনো একদিন তোমার মুখে হাঁসি
ফুটিয়ে ছিলো,
আজ তুমি তার প্রতিদান দিলে তাই না ?
.
যে মানুষটা নিজে কষ্ট পেয়েও তোমার মুখে হাঁসি
দেখার জন্য সব মেনে নিয়ে ছিলো,
আজ তুমি তাঁকেই কাঁদালে ?
.
তুমিও অপেক্ষা করো,
হয়তো সেই দিন বেশী দূরে নয়,
যেদিন তোমার চোঁখের অশ্রুতে অন্য কেউ হাঁসবে,
ভাবছো অভিশাপ ?
না ।
এটাই জীবনের এক অনাকাঙ্খিত প্রাপ্তি
এই মানুষ টাই কোনো একদিন তোমার মুখে হাঁসি
ফুটিয়ে ছিলো,
আজ তুমি তার প্রতিদান দিলে তাই না ?
.
যে মানুষটা নিজে কষ্ট পেয়েও তোমার মুখে হাঁসি
দেখার জন্য সব মেনে নিয়ে ছিলো,
আজ তুমি তাঁকেই কাঁদালে ?
.
তুমিও অপেক্ষা করো,
হয়তো সেই দিন বেশী দূরে নয়,
যেদিন তোমার চোঁখের অশ্রুতে অন্য কেউ হাঁসবে,
ভাবছো অভিশাপ ?
না ।
এটাই জীবনের এক অনাকাঙ্খিত প্রাপ্তি
No comments:
Post a Comment