সৌন্দর্য আমাকে স্পর্শ করতে চেয়েছিল,
আমি তার মায়ার জালে নিজেকে জড়াইনি।
প্রাচুর্য্য বারবার আমার দরজায় কড়া নেড়েছিল,
দরজা বন্ধই করা ছিল যা আমি খুলে দেইনি।
ক্ষমতা আমার পদতলে মাথা ঠেকিয়েছিল,
আমি তার মোহে পড়ে স্বীয় শীর নত করিনি।
সব কিছু দুরে ঠেলে দিয়ে আমি,
শুধু তোমার কাছে,
শুধু তোমারই কাছে যেতে চেয়েছি।
কি জানি কেন, এই আমাকে তুমি,
আমার মত করে বুঝতে চাওনি।
আমাকে ভালোবাস একথাটি তুমি,
কখনও কোনদিন বুঝতেই দাওনি।
তোমাকে ভালোবাসি একথাটি আমি,
কখনও বলে তোমায় কাছে পাইনি।
তোমাকে ভালবাসি কিনা, জানি না,
সত্যি আমি বলতে পারবনা,
তবে এটুকু সত্য, যা এক বিন্দুও মিথ্যানা।
তুমিহীনা আমার সাদাকালো পৃথিবী সম্পুর্ন
বর্নহীন,
আমার বাগানের যত ফুল আছে সব গুলোই গন্ধহীন,
সমুদ্রের গর্জন বা ঢেউ নেই কারন তা জলবিহীন,
মেঘমুক্ত আকাশ আছে কিন্ত তা চন্দ্র-সূর্যবিহীন,
ভুবন জুড়ে ধু ধু মরুভুমি জনশুন্য, তাই প্রানহীন,
আমার এই নিষ্প্রান জীবনে তুমি নেই তাই অর্থহীন,
ভালবাসা আমাকে হাতছানি দিয়ে ডেকেছিল,
আমার কর্নযুগল বন্ধ করা তাই শুনতে পারিনি।
সুখপাখি বার বার কাছে এসে ধর্না দিচ্ছিল,
পাছে মতিভ্রম হয় নষ্ট হই তাই প্রশ্রয় দেইনি।
পৃথিবী নব উদ্দোমে সাজাবার প্রয়াস ব্যক্ত
করেছিল,
দরজায় তালা দেয়াই ছিল সে চাবি হাতছ্বাড়া
করিনি।
সব কিছু পেছনে ফেলে আমি,
শুধু তোমার কোলে,
শুধু তোমারই কোলে মাথা রাখতে চেয়েছি।
কি জানি কেন, এই আমি তোমাকে,
তোমার দৃষ্টিকোন থেকে দেখতে পারিনি।
তোমাকে ভালোবাসি, একথাটি আমি,
কখনও তোমাকে বোঝাতে পারিনি।
আমাকে ভালোবাস তুমি একথাটা বলে,
কখনও আমাকে তোমার কাছে ডাকনি। copyright
আমি তার মায়ার জালে নিজেকে জড়াইনি।
প্রাচুর্য্য বারবার আমার দরজায় কড়া নেড়েছিল,
দরজা বন্ধই করা ছিল যা আমি খুলে দেইনি।
ক্ষমতা আমার পদতলে মাথা ঠেকিয়েছিল,
আমি তার মোহে পড়ে স্বীয় শীর নত করিনি।
সব কিছু দুরে ঠেলে দিয়ে আমি,
শুধু তোমার কাছে,
শুধু তোমারই কাছে যেতে চেয়েছি।
কি জানি কেন, এই আমাকে তুমি,
আমার মত করে বুঝতে চাওনি।
আমাকে ভালোবাস একথাটি তুমি,
কখনও কোনদিন বুঝতেই দাওনি।
তোমাকে ভালোবাসি একথাটি আমি,
কখনও বলে তোমায় কাছে পাইনি।
তোমাকে ভালবাসি কিনা, জানি না,
সত্যি আমি বলতে পারবনা,
তবে এটুকু সত্য, যা এক বিন্দুও মিথ্যানা।
তুমিহীনা আমার সাদাকালো পৃথিবী সম্পুর্ন
বর্নহীন,
আমার বাগানের যত ফুল আছে সব গুলোই গন্ধহীন,
সমুদ্রের গর্জন বা ঢেউ নেই কারন তা জলবিহীন,
মেঘমুক্ত আকাশ আছে কিন্ত তা চন্দ্র-সূর্যবিহীন,
ভুবন জুড়ে ধু ধু মরুভুমি জনশুন্য, তাই প্রানহীন,
আমার এই নিষ্প্রান জীবনে তুমি নেই তাই অর্থহীন,
ভালবাসা আমাকে হাতছানি দিয়ে ডেকেছিল,
আমার কর্নযুগল বন্ধ করা তাই শুনতে পারিনি।
সুখপাখি বার বার কাছে এসে ধর্না দিচ্ছিল,
পাছে মতিভ্রম হয় নষ্ট হই তাই প্রশ্রয় দেইনি।
পৃথিবী নব উদ্দোমে সাজাবার প্রয়াস ব্যক্ত
করেছিল,
দরজায় তালা দেয়াই ছিল সে চাবি হাতছ্বাড়া
করিনি।
সব কিছু পেছনে ফেলে আমি,
শুধু তোমার কোলে,
শুধু তোমারই কোলে মাথা রাখতে চেয়েছি।
কি জানি কেন, এই আমি তোমাকে,
তোমার দৃষ্টিকোন থেকে দেখতে পারিনি।
তোমাকে ভালোবাসি, একথাটি আমি,
কখনও তোমাকে বোঝাতে পারিনি।
আমাকে ভালোবাস তুমি একথাটা বলে,
কখনও আমাকে তোমার কাছে ডাকনি। copyright
No comments:
Post a Comment