Thursday, January 21, 2016

সাদা কালো

রঙ্গিন সময় গুলো
আজ সাদা –
কালো হয়ে
গেছে,
সেই রঙ্গিন সময়
গুলো কে মনে
করে এখন যে
অনূভুতি গুলো আছে এই অনূভুতি ই কি যন্ত্রণা ?
তীলে তীলে অনেকটা সময় পার করে,
খুব যতন করে গড়া সাজানো স্বপ্ন গুলো আজ
ভেঙ্গে চুরমার হয়ে গেছে,
সেই স্বপ্ন গুলো কে নিয়ে থাকাই কি যন্ত্রণা ?
একি সাথে অনেকটা সময় ভালো মুহূর্ত
কাটানো গুলোই আজ অবহেলার চাঁদরে ঢাকা,
সেই সময় টাকে ফিরে পাওয়ার আশার নামে
কেটে যাওয়া এই মুহুর্ত টাই কি যন্ত্রণা ?
নির্ভুল ভালোবাসার পর অকারণে হারিয়ে
ফেলা সেই পুরোনো মানুষটির সাথে কাটানো
এক একটা পথ আজ স্মৃতির ঘরে বন্ধী,
সেই স্মৃতি গুলো কে মনে করে নিজেকে
শাস্তী দেয়া ই কি যন্ত্রনা ?
একসাথে থেকে যে মুখে হাঁসি ফুটে উঠতো,
সেই মুখ আজ স্তব্দ,
যে চোঁখ সুখের আশায় ছিলো,
আজ সেই সুখ গুলোই দুঃখ তে পরিণত হয়ে চোঁখ
দিয়ে অশ্রু হয়ে ঝড়ে পরছে,
সেই সুখ গুলো কে মনে করে আজ এই অশ্রু গুলোই
কি যন্ত্রনা ?

No comments:

Post a Comment

প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন।

 💘প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন। 🌻 বেশিরভাগ পুরুষই তাদের মায়ের কাছ থেকে ভালোবাসা পাননি, তাই তারা অবচেতনভাবেই নারীদের মাধ্যমে সে...