Saturday, January 23, 2016

অমাবশ্যার রাত

রাত জাগা তারাগুলি শুনবে না কোনো কথা
হুতুম পেঁচাও ঘুমিয়ে যাবে, নিয়ে অনেক ব্যথা।
এইভাবে আর কতকাল কষ্ট দিবি আমায়
চল পালিয়ে, যাই হারিয়ে, এই অমাবস্যায়।

No comments:

Post a Comment

প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন।

 💘প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন। 🌻 বেশিরভাগ পুরুষই তাদের মায়ের কাছ থেকে ভালোবাসা পাননি, তাই তারা অবচেতনভাবেই নারীদের মাধ্যমে সে...