আম্মাজান আয়েশা রা. বলেন চাঁদনী রাতে আমি একবার
রাসুলের চেহারার দিকে তাকাতাম, আরেকবার চাঁদের দিকে
তাকাতাম আমার কাছে মনে হত যেন রাসুল সা. এর চেহারাই
বেশী সুন্দর।
অন্যত্র তিনি বলেন, মিশরের মেয়েরা ইউসুফ আ. কে
দেখে তাদের হাত কেটে ফেলেছিল তারা যদি আমার
প্রিয় রাসুল সা. কে দেখত তবে তারা তাদের কলিজা পর্যন্ত
কেটে ফেলত।
বলেন, সেই নবীর চেহারায় কি দাড়ি ছিল নাকি ছিল না?
আমরা কি বেশী সুন্দর হয়ে গেছি নাকি শয়তান আমাকে
ধোকায় ফেলে রেখেছে আর বলছে তোমাকে
শেভ করলে খুব সুন্দর লাগে?
বাবা আদম আ. থেকে শুরু করে দুনিয়াতে আগমণ কারী ১
লক্ষ ২৪ হাজার মতান্তরে ২ লক্ষ ২৪ হাজার নবী কেউ
কোনদিন শেভ করেননি, দাড়ি রাখা নবীদের সুন্নত, আসুন
দুনিয়ার সুপারস্টারদের অনুকরণকে বর্জন করি, (তাদেরকে
তো শয়তান ধোকায় ফেলে রেখেছে) এবং আল্লাহর
প্রিয় বান্দাদের, নবীদের অনুসরণ করি, আল্লাহ আমাদের
আম্বিয়ায়ে কেরামের সাথে জান্নাতে যাওয়ার তাওফীক দান
করুন। আমীন।
ইবনে আব্বাস রা. বলেন, রাসুল সা. বলেছেন যখন আমার
উম্মতের মাঝে ফিতনা ও ফাসাদ ভরে যাবে তখন (সে সকল
প্রতিকূলতার মাঝেও) যে আমার সুন্নতকে আকড়ে ধরে
রাখবে সে ১০০ শহীদের সওয়াব পাবে। (বায়হাকী
শরীফ)
আসুন নির্বোধ মানুষদের সমালোচনা সহ্য করি আর ১০০
শহীদের সওয়াব অর্জন করি। সবাই নিয়ত করি ইনশাআল্লাহ
যে আমি শীঘ্রই রাসুলের সুন্নতের অনুসরণ শুরু করব
ইনশাআল্লাহ।
রাসুলের চেহারার দিকে তাকাতাম, আরেকবার চাঁদের দিকে
তাকাতাম আমার কাছে মনে হত যেন রাসুল সা. এর চেহারাই
বেশী সুন্দর।
অন্যত্র তিনি বলেন, মিশরের মেয়েরা ইউসুফ আ. কে
দেখে তাদের হাত কেটে ফেলেছিল তারা যদি আমার
প্রিয় রাসুল সা. কে দেখত তবে তারা তাদের কলিজা পর্যন্ত
কেটে ফেলত।
বলেন, সেই নবীর চেহারায় কি দাড়ি ছিল নাকি ছিল না?
আমরা কি বেশী সুন্দর হয়ে গেছি নাকি শয়তান আমাকে
ধোকায় ফেলে রেখেছে আর বলছে তোমাকে
শেভ করলে খুব সুন্দর লাগে?
বাবা আদম আ. থেকে শুরু করে দুনিয়াতে আগমণ কারী ১
লক্ষ ২৪ হাজার মতান্তরে ২ লক্ষ ২৪ হাজার নবী কেউ
কোনদিন শেভ করেননি, দাড়ি রাখা নবীদের সুন্নত, আসুন
দুনিয়ার সুপারস্টারদের অনুকরণকে বর্জন করি, (তাদেরকে
তো শয়তান ধোকায় ফেলে রেখেছে) এবং আল্লাহর
প্রিয় বান্দাদের, নবীদের অনুসরণ করি, আল্লাহ আমাদের
আম্বিয়ায়ে কেরামের সাথে জান্নাতে যাওয়ার তাওফীক দান
করুন। আমীন।
ইবনে আব্বাস রা. বলেন, রাসুল সা. বলেছেন যখন আমার
উম্মতের মাঝে ফিতনা ও ফাসাদ ভরে যাবে তখন (সে সকল
প্রতিকূলতার মাঝেও) যে আমার সুন্নতকে আকড়ে ধরে
রাখবে সে ১০০ শহীদের সওয়াব পাবে। (বায়হাকী
শরীফ)
আসুন নির্বোধ মানুষদের সমালোচনা সহ্য করি আর ১০০
শহীদের সওয়াব অর্জন করি। সবাই নিয়ত করি ইনশাআল্লাহ
যে আমি শীঘ্রই রাসুলের সুন্নতের অনুসরণ শুরু করব
ইনশাআল্লাহ।
No comments:
Post a Comment