Friday, January 15, 2016

অচেনা পথিক

অন্ধকূপের নির্বাসন কাটিয়ে
আবার ফিরে এলাম মোর চিলেকোঠায়;
ভেবেছিলাম হয়তো আজও বসে আছ তুমি
মোর প্রতীক্ষায় ,
তুমি ছিলে না সেথায়
ভেবেছিলাম আমার স্বপ্ন ভঙ্গের এখানেই শেষ ||
কিন্তু না স্বপ্ন ভঙ্গের আরও ছিল বাকি,
যখন শুনলাম সবকিছু ছেড়ে তুমি নিরুদ্দেশ
সেই থেকে ঘর ছাড়া আমিও বিবাগী………

No comments:

Post a Comment

প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন।

 💘প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন। 🌻 বেশিরভাগ পুরুষই তাদের মায়ের কাছ থেকে ভালোবাসা পাননি, তাই তারা অবচেতনভাবেই নারীদের মাধ্যমে সে...