Monday, January 25, 2016

হ্রদয় হীনা by তুহিন

আমি জানি না তুমি আমার কষ্ট গুলো
অনুভব করো
কি না !!,,কিন্তু আমার অন্তরটা কি
ভাবে যে পুড়ে
যাচ্ছে তুমি সেটা বুঝবে কি
করে !!,,কারণ তুমি
তো একটা হৃদয়হীনা তুমি এখন বুঝবে
না !!,,যখন
দেখবে তোমার পাশে সেই ছায়ার মতো
মানুষ
টা আর নেই !!,,তখন তুমি বুঝবে কি
ছিলাম তোমার
আমি !!,,,  copy from YA SAHIN

No comments:

Post a Comment

প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন।

 💘প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন। 🌻 বেশিরভাগ পুরুষই তাদের মায়ের কাছ থেকে ভালোবাসা পাননি, তাই তারা অবচেতনভাবেই নারীদের মাধ্যমে সে...