Thursday, January 14, 2016

বালুচর By তুহিন

জীবনের কাছে বারংবার হেরেই যাচ্ছি, হারতে হারতে হয়তো  একদিন জিতবো এই ভেবেই,  ...... ধীরে ধীরে এই বিশ্বাস টুকু ও হারিয়ে ফেলতেছি। জানিনা আমি কি করবো!!!???  যে দিকেই হাত বাড়াই সে দিকটাই ধুঁধুঁ বালুচর হয়ে যায়। যেখানে দাড়াই সেটা হয় চোরাবালি!!  এই চোরাবালিতেই হয়তো একদিন নিঃশ্বেষ হয়ে যাবো। আমি হয়তো জন্মদাতা আর জন্মদাত্রীর জন্য কিছু করতে পারিনি, ভ্রাতৃদয়ের কাছে  অনুরোধ ওদের দিকে খেয়াল রাখার। আমি জিতবো এই আশা আর করিনা।  আরে এই খোদা তুমি তো উপরে বসেই সব খেলতেছো। স্যালুট বস তোমায়। হিহিহিহি আমি হেরে গেলে তুমি ও মজা পাও তাইনা। ওকে তুমি খেলতে থাকো আর আমি জীবনের দৌড়ে থাকি নিঃশ্বেষ অবধি।

No comments:

Post a Comment

প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন।

 💘প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন। 🌻 বেশিরভাগ পুরুষই তাদের মায়ের কাছ থেকে ভালোবাসা পাননি, তাই তারা অবচেতনভাবেই নারীদের মাধ্যমে সে...