Monday, January 18, 2016

অপরুপ বাংলা

আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি
তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী!
ওগো মা, তোমায় দেখে দেখে
আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে
সোনার মন্দিরে।
ডান হাতে তোর খড়গ জ্বলে, বাঁ হাত
করে শঙ্কাহরণ,
দুই নয়নে স্নেহের হাসি, ললাটনেত্র
আগুনবরন!
ওগো মা, তোমার কি মুরতি আজি দেখি
রে!
তোমার মুক্তকেশেরে পুঞ্জ
মেঘে লুকায় অশনি,
তোমার আঁচল ঝলে আকাশতলে
রৌদ্রবসনী!
ওগো মা, তোমায় দেখে দেখে
আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে
সোনার মন্দিরে।
যখন অনাদরে চাই নি মুখে
ভেবেছিলেম দুঃখিনী মা
আছে ভাঙা ঘরে একলা পড়ে, দুখের
বুঝি নাইকো সীমা।
কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা
সে তোর মলিন হাসি-
আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের
দীপ্তিরাশি!
ওগো মা, তোমার কি মুরতি আজি দেখি
রে!
আজি দুখের রাতে সুখের স্রোতে
ভাসাও ধরণী-
তোমার অভয় বাজে হৃদয়মাঝে
হৃদয়হরণী!
ওগো মা, তোমায় দেখে দেখে
আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে
সোনার মন্দিরে।।

No comments:

Post a Comment

প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন।

 💘প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন। 🌻 বেশিরভাগ পুরুষই তাদের মায়ের কাছ থেকে ভালোবাসা পাননি, তাই তারা অবচেতনভাবেই নারীদের মাধ্যমে সে...