Friday, January 29, 2016

এক ফোটা জল By তুহিন

আমি নদীর কাছে গিয়েছিলাম
চেয়েছিলাম একফোটা জ্বল
আমি বৃক্ষের কাছে গিয়েছিলাম
চেয়েছিলাম একমুঠো ফল,,,
আমি আকাশের কাছে বলেছিলাম....
আমায় দিবে???
.......ঐ নীল আকাশের একমুঠো
শুভ্রমেঘ...........
আমি হৃদয় ঢেলে দেব তোমায়
আমার সমস্থ আবেগ।
আমি সূর্যের কাছ গিয়েছিলাম,
চেয়েছিলাম একফোটা রোদ.....
আমি চাঁদের কাছে গিয়েছিলাম
চেয়েছিলাম জোৎস্নার স্বাদ।।

No comments:

Post a Comment

প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন।

 💘প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন। 🌻 বেশিরভাগ পুরুষই তাদের মায়ের কাছ থেকে ভালোবাসা পাননি, তাই তারা অবচেতনভাবেই নারীদের মাধ্যমে সে...