Sunday, January 24, 2016

আবেগ posted by তুহিন

"আবেগ"
মন চেয়েছে ভালোবাসার আশ্রয়
আবেগ ভরা অন্তরে,
থাকবে লুকায়ে মন চিলেকোঠায়
অন্তর গহীন প্রান্তরে.
আঁখির পাতায় স্বপ্ন এঁকেছে মন
রাতের আঁধারে জেগে,
অন্তরে জেগেছে আবেগের ঢেউ
এর জোয়ার তীব্রবেগে.
ভেঙ্গেছে মনে আবেগের বাঁধ ওই
ভালোবাসার প্রত্যাশায়,
চাহিদা ছিলো সুক্ষ্ম প্রেমের ছোঁয়া
পাবে অন্তরের দুরাশায়.
অন্তরের কালো গহীন কাননে ওই
প্রেমেরই ফুলের বাগিচা,
মন চায় বাগিচায় মালিকানা তাই
পেতেছে আবেগ গালিচা.
অন্তর মাঝে স্পর্শের অস্তিত্ত্ব আর
মনেরই মাঝে যে আবেগ,
মন খেয়াতরী ভাসে আবেগ সাগরে
স্পর্শে বাড়ে যে গতিবেগ.
বিশ্বাস আর সততার মন মুরতি যে
অন্তর মন্দিরে পবিত্র বেদী,
আত্মা তুষ্ট প্রেমের প্রদীপ জ্বালিয়ে
সাক্ষী যে মিলনের সপ্তপদী.
আঁখির আয়নায় ভেসে উঠে আবেগ
ভাবের আবেশে যে সুপ্ত,
অশ্রু রূপে ছলকে পরে আত্মায় যতো
চেপে রাখা ভাবনা লুপ্ত.
মন আর অন্তর একই সূত্রে বাঁধা দুই
আঁখির মাঝে মিলন সেতু,
আবেগ আর স্পর্শ যে একে অপরের
পরিপূরক আত্মা তুষ্টির হেতু.

No comments:

Post a Comment

প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন।

 💘প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন। 🌻 বেশিরভাগ পুরুষই তাদের মায়ের কাছ থেকে ভালোবাসা পাননি, তাই তারা অবচেতনভাবেই নারীদের মাধ্যমে সে...