Tuesday, January 26, 2016

ভালোবাসার সাগর তুমি By তুহি ন

তোমায় ভেবে হয় যে আমার,
প্রতিটি দিনের সূচনা ৷
তোমায় ভেবে দু'চোখে নামে,
স্বপ্ন রাতের জোছনা ৷
ভালবাসার সাগর তুমি,
আমি অবুঝ মোহনা ৷
তুমি ছাড়া মনের কথা,
কেউতো বোঝেনা ৷ copy #খুশি

No comments:

Post a Comment

প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন।

 💘প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন। 🌻 বেশিরভাগ পুরুষই তাদের মায়ের কাছ থেকে ভালোবাসা পাননি, তাই তারা অবচেতনভাবেই নারীদের মাধ্যমে সে...