Tuesday, February 4, 2025

কিছু জায়গায় মানুষ অনেক কিছু বলতে চেয়ে অনেক ছোট শব্দে কথার সমাপ্তি ঘটায়।

 

কিছু জায়গায় মানুষ অনেক কিছু বলতে চেয়ে অনেক ছোট শব্দে কথার সমাপ্তি ঘটায়। যেখানটায় অনুভূতির মূল্য একেবারে শূন্যের কোঠায় নেমে আসে, যেখানে বহুবার চিৎকার করে কান্না করেও লাভ হয় নি, সেখানে একসময় নিজের অস্তিত্ব ছিলো সেখানটায় ইচ্ছের ঘুড়ি সুতা ছিঁড়ে বাঁধন ভেঙ্গে দিয়েছে।

মানুষ সেখানে কিছু বলতে গিয়েও চুপ হয়ে যায় যেখানটায় সব হারানোর দায় কেবল ভাগ্যটা কে দিয়ে দেয়।

যেখানে শতাব্দী ধরে সুখ খুঁজেছিল সেখানে কষ্টের ভারে শব্দ হারিয়ে গেলেই মানুষ অনেক কিছু বলতে গিয়েও চুপ হয়ে যায়।


সবচেয়ে বেশি শক্তি এই চুপ থাকাতেই পায়। নিজেকে হারিয়ে শূন্যের কোঠায় চলে যায়,ফিরেও আসে।



No comments:

Post a Comment

প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন।

 💘প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন। 🌻 বেশিরভাগ পুরুষই তাদের মায়ের কাছ থেকে ভালোবাসা পাননি, তাই তারা অবচেতনভাবেই নারীদের মাধ্যমে সে...