Monday, February 3, 2025

যদি ভালোবাসার জন্য অনুরোধ করতে হয়,


 যদি ভালোবাসার জন্য অনুরোধ করতে হয়,

তবে সেই ভালোবাসা থেকে সরে আসাই শ্রেয়।

যে হৃদয় আপনাকে রাখতে চায়,

সে কখনোই আপনার থাকা নিয়ে প্রশ্ন তুলবে না।


ভালোবাসা তো নিজের জায়গা নিজেই খুঁজে নেয়।

যা বারবার প্রমাণ করতে হয়,

তা ভালোবাসা নয়, কেবলই মোহ।

তাই, যদি যেতে চায় কেউ, তাকে যেতে দিন—

শুধু থেকে যাবে আপনার নিজের সম্মান।


___❐ মাহবুব সরদার সবুজ

No comments:

Post a Comment

প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন।

 💘প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন। 🌻 বেশিরভাগ পুরুষই তাদের মায়ের কাছ থেকে ভালোবাসা পাননি, তাই তারা অবচেতনভাবেই নারীদের মাধ্যমে সে...