Tuesday, February 4, 2025

আমি ঐ মানুষটাকে কখনোই ভুলবো না যে,


 আমি ঐ মানুষটাকে কখনোই ভুলবো না যে,

মিথ্যে করে হলেও একদিন আমার মুখের সামনে হেসেছিল


ভালোবাসি বলেছিল। আমার চোখে চোখ রেখে সারাজীবন একসাথে থাকবে বলে 

কথা দিয়েছিল। আমার যত্ন নিয়েছিল। 


তার হাসিমুখ, মায়া ভরা চাহুনি, তার কন্ঠস্বর তার কথা বলার ধরন আমি ভুলতে পারি না। 

কখনো কোনোদিন ও হয়তো ভুলতে পারবো না। 

সে আমার মনে থেকে যাবে 

আজীবন।

No comments:

Post a Comment

প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন।

 💘প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন। 🌻 বেশিরভাগ পুরুষই তাদের মায়ের কাছ থেকে ভালোবাসা পাননি, তাই তারা অবচেতনভাবেই নারীদের মাধ্যমে সে...