Thursday, February 6, 2025

ভালোবাসা তোমার চাইতে দামী নয়।


 ভালোবাসা তোমার চাইতে দামী নয়। 

আমি তো ভালোবাসা চাইনি, তোমায় চেয়েছি। ভালোবাসা চাইলে সে আমি যে কারো ভালোবাসা পেতে পারি। কিন্তু তোমায় চাইলে কেন তোমায় পাইনা? পৃথিবীতে এত মানুষের ভীড়ে অনুভূতি কেন শুধু তোমার পিছু নেয়? তোমায় পাবে না জেনেও হৃদয় কেন এত উতলা হয়? না পাওয়া জিনিসের প্রতি মানুষের এমন তীব্র আকাঙ্খা মানুষকে যে নিঃস্ব করে ছাড়ে–শুধু নিঃস্ব করে ছাড়ে!


No comments:

Post a Comment

প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন।

 💘প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন। 🌻 বেশিরভাগ পুরুষই তাদের মায়ের কাছ থেকে ভালোবাসা পাননি, তাই তারা অবচেতনভাবেই নারীদের মাধ্যমে সে...