Monday, February 3, 2025

কিছু কিছু অনুভূতি প্রকাশ করে বোঝানো যায় না


 জানো,

কিছু কিছু অনুভূতি প্রকাশ করে বোঝানো যায় না।ঠিক তেমন তোমার প্রতি আমার হৃদয়ে এই যে মায়ার পাহাড় তৈরি হচ্ছে।এই যে তোমার প্রতি দিন দিন আমার টান বেড়ে যাচ্ছে।তোমার প্রতি আমার ভালোবাসা গভীরতা বাড়ছে।তা তুমি কতটা বোঝো আমি জানি না।তবে এই অনুভূতি গুলো ব্যাখ্যা করার ভাষা আমার জানা নেই।


এই যে তোমার একটু দূরে থাকায় আমার মন ভারী হয়।আমি তোমাকে প্রচন্ড মিস করি।তোমার কন্ঠ শোনার অপেক্ষায় থাকি।এই অনুভূতি গুলো আমাকে জানান দেয় আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ ভীষন ভালোবাসি।


আমি চাই তোমার প্রতি আমার এই ভালবাসার স্থায়িত্ব হোন অনন্তকাল। তুমি শুধু যেমন আছো ঠিক তেমনই থেকে যেও,আমায় শুধু রেখে দিও তোমার বুকের  বাম পাশে  ।আমার একজীবন আমি তোমায় ভালোবেসেই বাঁচতে চাই।

No comments:

Post a Comment

প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন।

 💘প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন। 🌻 বেশিরভাগ পুরুষই তাদের মায়ের কাছ থেকে ভালোবাসা পাননি, তাই তারা অবচেতনভাবেই নারীদের মাধ্যমে সে...