প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো অভাব থাকে। এটা সত্যি যে আমি তোমার অভাবে মরিয়া। আমার অভাব জুড়ে কেবলই তুমি। তুমিহীনা এই নশ্বর পৃথিবীতে আমার জটিল কোনো অভাব নেই |
তোমার এই একটা অভাবের কারণে সকল পূণ্যতা থাকার পরেও আমি বারোমাস অভাবী হয়ে থাকি।
তার মানে এই নয় যে কেউ আমাকে নিতে চায় না। কেউ আমাকে নেয় না বিধায় আমি বার বার তোমার কাছে ফিরে যাই |
আমাকেও নিতে চায় কেউ না কেউ। মূলত তোমাকে ছাড়া কারো কাছে আমার এক রত্তি ও ভালো লাগে না। শান্তি লাগে না। তুমি ছাড়া অন্য কোথাও আশ্রয়ের দুঃসাহস করি না। তাই আমি বার বার তোমার কাছেই যাই |
তুমি আমাাকে নির্বোধ আর উন্মাদ ভাবতেই পারো। কেননা তোমার অভাবে আমি মোমের মতো জ্বলছি।তোমার এমন ভাবনায় আমার দুঃখ হবে না কস্মিনকালেও। আমার দুঃখ কেবল একটা-ই তুমি না থাকা |
আমার অভাব কেবল একটা তুমি না থাকা। এমন অভাব আমাকে নিদারুণ যন্ত্রণা দেয়! মাঝে মাঝে বিভৎস করে তোলে। তুমি বোধহয় জানো না মানুষ মানুষের অভাবে মা|রা যায়। মানুষ মানুষের অভাবে মা|রা যায়
No comments:
Post a Comment