Wednesday, December 9, 2015

ভালোবাসতে ভালোবাসি By তুহিন

গতকালের চেয়ে অনেক বেশি ভালোবাসি
আজ,
কাল ভালবাসবো অনেক বেশি আরও ।
ভুলে যেতে বলেছিলে তোমায়, হুম্মম…এ
জীবনে তো আর সম্ভব না, আর একবার জন্ম
নিলে চেষ্টা করে দেখতে পারি । যদি প্রশ্ন
করো কেন এতোটা ভালোবাসি !!! যা প্রকাশ
করার
ভাষা ,পরিমাপ করার স্কেল অথবা কোন কারন
আজো পাইনি ।
উত্তর একটাই …”ভালবাসতে ভালোবাসি….

No comments:

Post a Comment

শেষ ট্রেন (সম্পূর্ণ গল্প)

  শেষ ট্রেন (সম্পূর্ণ গল্প) রাত তখন দশটা বাজে। ঢাকার গুলিস্তানের এক কোণে বসে আছে রিয়াজ। তার সামনে এক কাপ ঠাণ্ডা হয়ে যাওয়া চা, আর পকেটে ...