ভারতের মরহুম রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের
৫টি উক্তি আপনার ক্যারিয়ার পাল্টে দিতে পারে।
সেগুলো হচ্ছে- ১) ‘স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে
দেখো। স্বপ্ন সেটা যেটা তোমায় ঘুমোতে দেয় না।’
২) ‘সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে
তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে।’ ৩) ‘যদি তুমি
তোমার কাজকে স্যালুট কর, দেখো তোমায় আর
কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি
তোমার কাজকে অসম্মান কর, অমর্যাদা কর, ফাঁকি
দাও, তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে।’ ৪)
‘যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না; তাদের
অর্জন অন্তঃসারশূন্য, উৎসাহহীন সাফল্য চারদিকে
তিক্ততার উদ্ভব ঘটায়।’ ৫) ‘প্রতিদিন সকালে এই
পাঁচটা লাইন বলো : – আমি সেরা। – আমি করতে
পারি। – সৃষ্টিকর্তা সব সময় আমার সঙ্গে আছে। –
আমি জয়ী। – আজ দিনটা আমার।
৫টি উক্তি আপনার ক্যারিয়ার পাল্টে দিতে পারে।
সেগুলো হচ্ছে- ১) ‘স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে
দেখো। স্বপ্ন সেটা যেটা তোমায় ঘুমোতে দেয় না।’
২) ‘সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে
তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে।’ ৩) ‘যদি তুমি
তোমার কাজকে স্যালুট কর, দেখো তোমায় আর
কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি
তোমার কাজকে অসম্মান কর, অমর্যাদা কর, ফাঁকি
দাও, তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে।’ ৪)
‘যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না; তাদের
অর্জন অন্তঃসারশূন্য, উৎসাহহীন সাফল্য চারদিকে
তিক্ততার উদ্ভব ঘটায়।’ ৫) ‘প্রতিদিন সকালে এই
পাঁচটা লাইন বলো : – আমি সেরা। – আমি করতে
পারি। – সৃষ্টিকর্তা সব সময় আমার সঙ্গে আছে। –
আমি জয়ী। – আজ দিনটা আমার।
No comments:
Post a Comment