Friday, December 25, 2015

নিস্তব্ধ একলা আমি by তুহিন

নিরব নিস্তব্ধ রাতে একলা বসে
ভাবছি তোমার কথা
ছাদের কোনে নিরবে
ঝরছে জল দু এক ফোটা
আমি একলা একলা আমার জীবন
একলা ভাবি একলা থাকি এইত আমার জীবন
নিস্তব্ধ এই রাতে শুনতে পাই
মাঝে মাঝে কিছু যানবাহনের শব্দ
আর শুনতে পাই তোমার পদধ্বনি
আমি একলা একলা আমার জীবন
একলা ভাবি একলা থাকি এইত আমার জীবন
শুন্যতার মাঝে খুজে পাই তোমার ছায়া
বুঝতে পারি আমি অসহায় তোমায় ছাড়া
তাইত আমি একলা চলি তোমার অপেক্ষায়
আমি একলা একলা আমার জীবন
একলা ভাবি একলা থাকি।

No comments:

Post a Comment

শেষ ট্রেন (সম্পূর্ণ গল্প)

  শেষ ট্রেন (সম্পূর্ণ গল্প) রাত তখন দশটা বাজে। ঢাকার গুলিস্তানের এক কোণে বসে আছে রিয়াজ। তার সামনে এক কাপ ঠাণ্ডা হয়ে যাওয়া চা, আর পকেটে ...