নিরব নিস্তব্ধ রাতে একলা বসে
ভাবছি তোমার কথা
ছাদের কোনে নিরবে
ঝরছে জল দু এক ফোটা
আমি একলা একলা আমার জীবন
একলা ভাবি একলা থাকি এইত আমার জীবন
নিস্তব্ধ এই রাতে শুনতে পাই
মাঝে মাঝে কিছু যানবাহনের শব্দ
আর শুনতে পাই তোমার পদধ্বনি
আমি একলা একলা আমার জীবন
একলা ভাবি একলা থাকি এইত আমার জীবন
শুন্যতার মাঝে খুজে পাই তোমার ছায়া
বুঝতে পারি আমি অসহায় তোমায় ছাড়া
তাইত আমি একলা চলি তোমার অপেক্ষায়
আমি একলা একলা আমার জীবন
একলা ভাবি একলা থাকি।
ভাবছি তোমার কথা
ছাদের কোনে নিরবে
ঝরছে জল দু এক ফোটা
আমি একলা একলা আমার জীবন
একলা ভাবি একলা থাকি এইত আমার জীবন
নিস্তব্ধ এই রাতে শুনতে পাই
মাঝে মাঝে কিছু যানবাহনের শব্দ
আর শুনতে পাই তোমার পদধ্বনি
আমি একলা একলা আমার জীবন
একলা ভাবি একলা থাকি এইত আমার জীবন
শুন্যতার মাঝে খুজে পাই তোমার ছায়া
বুঝতে পারি আমি অসহায় তোমায় ছাড়া
তাইত আমি একলা চলি তোমার অপেক্ষায়
আমি একলা একলা আমার জীবন
একলা ভাবি একলা থাকি।
No comments:
Post a Comment