Wednesday, December 16, 2015

শেষের কিছু By তুহিন

এতোগুলো দিন পেরিয়ে গেল.. তুমি কোথায় আছো
জানিনা .... কেমন আছো তাও জানিনা । কিন্তু আজ আবারো
স্বার্থপরের মতো তোমায় খুজতেছি .. না কোন আশা
বা প্রত্যাশা থেকে নয়... জীবনের এই মোড়ে
এসে কিইবা প্রত্যাশা থাকতে পারে । কোন এক
রোদেলা দুপুরে রাস্তার পিচ দিয়ে হেটে যাচ্ছিলে
তুমি...। সেদিন তোমাকে দেখার পর আমার মনে হচ্ছিল
এই সেই তুমি যাকে আমি আমার হৃদয় দিয়ে খুজতেছিলাম ।
তুমি ছিলে আমার অনেক কাছের একজন বন্ধু ।
ভালোবাসার মায়াবি টানে অকারনেই ভালোবাসি তোমায় ।
বন্ধুত্বের এই মধুর সম্পর্কের জন্য হয়তোবা কখনো
তোমাকে বলতে পারিনি আমার মনের মধ্যে লুকিয়ে
থাকা সেই ভালোবাসা কথা । একসময় নির্দিধায় সেই
ভালোবাসার কথাও বলে দেই ... জানিনা তোমার মনে
আমার জন্য কতটুকুইবা ভালোবাসা ছিল...?? তুমি আমাকে
ভালোবাস কি না তাও আমি জানতাম না... অনেক ভয়েই ছিলাম
..?? হ্যা তোমাকে হাড়ানো ভয়.. এই কারনে যদি
কখনো তুমি আমার কাছ থেকে হাড়িয়ে যাও .. এটা আমি
মানতে পারবো না.. নিজেকে অনেক অপরাধী মনে
হচ্ছে । নির্ঘুম রাত হটাৎ তোমার নম্বর থেকে একটা
sms ... আমিও যে তোকে অনেক ভালোবেসে
ফেলেছি রে পাগল.. সেই মহুর্তটা আমার কাছে কেমন
ছিল সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না ..
নিজেকে অনেক ভাগ্যেবান মনে হচ্ছিল তোমার
মতো একজন সঙ্গীকে পেয়ে.. । সরাদিন ফোনে
কথা হতো.... মাঝে মাঝে হাসি আবার কখনো কখনো
কান্না.... ভালো লাগতো তোমার দুষ্টু মিষ্ট
অভিমানগুলো আর ভালো লাগতো তোমার শাসন ।
এভাবেই চলতে থাকে দিনগুলো.. নিজের অজান্তেই
একটা পরিচয় করে নিয়েছিলাম তোমার মাঝে । তুমি সব
সময় অনেক দুরেই থাকতে কিন্তু সব সময়ের জন্যই
আমার মনে হতো এইতো তুমি আমার কাছেই আছো ।
তোমার কিছু কিছু পাগলামী আমাকেই পাগল করে দিতো
। একটা ঘন্টা কথা না বলে কেউ কাউকে ছাড়া থাকতে
পারতাম না । সেদিন যখন ফোনটা সাইলেন্ট করা ছিল আর
পরে ফোনটা হাতে নিয়ে দেখি যে ৯৫ টা মিসকল আর
৭টা এস.এম.এস । সেদিনি আমি বুঝে গেছি এই জনমে
তোমার মতো ভালোবাসা আমাকে কেউ দিতে পারবে
না । কয়েকদিন পর তোমার সাথে দেখা । একটা কফি
দুজনে শেয়ার করা, হাতে হাত রেখে নদীর ধার দিয়ে
হাটা, এবংকি তোমার সাথে কাটানো প্রত্যেকটা মহুর্ত
আমার মনের ডায়েরিতে গাথা হয়ে রয়েছে .. । হটাত
একটা দমকা হাওয়া.... আর আস্তে আস্তে সেটা রুপ নেয়
এক কাল বৈশাখী ঝড়ে.... ভেঙ্গে চুরমাচার করে দিয়ে
যায় সবকিছু । দেয়াল হয়ে দাড়ায় তোমার আর আমার
সম্পর্কের মাঝখানে । সেটা এতোবড়ই ঝড় যে তার
সাথে মোকাবেলা করাটাও আমার সামর্থের মধ্যে ছিলনা ।
আর এই ঝড় আমাকে বাধ্য করায় তোমার কাছ থেকে
দুরে সরতে । বিশ্বাস করো সেদিন আমি চেয়েও কিছু
করতে পারিনি আর আজো পারবো না । হয়তোবা
তোমার জন্য কিঞ্চিত পরিমান ভালোবাসা আজো এই
মনের ভিতরে লুকিয়ে রয়েছে কিন্তু আজ সেটা আমি
প্রকাশ করবো না । কিন্তু এই স্বার্থপরটা আজো তোমায়
খুজতেছে শুধুমাত্র একটি কথা বলার জন্য ... যদি কখনো
পারো আমাকে ক্ষমা করে দিও...

No comments:

Post a Comment

শেষ ট্রেন (সম্পূর্ণ গল্প)

  শেষ ট্রেন (সম্পূর্ণ গল্প) রাত তখন দশটা বাজে। ঢাকার গুলিস্তানের এক কোণে বসে আছে রিয়াজ। তার সামনে এক কাপ ঠাণ্ডা হয়ে যাওয়া চা, আর পকেটে ...