Saturday, December 12, 2015

তুমি আমি সবাই

মৃত্যু আসবেই,আমি তুমি সবাই জানি।
আজ রাতের ঘুম কাল সকালে ভাঙবে কিনা কে
জানে? যে জানে সেতো নির্বাক সৌন্দর্যের
আয়োজক।
তবুও আগামীকালের জন্য জমিয়ে রাখা কাজ
গুলোর দোহাই দিয়ে জেগে উঠতে চাই।
বড্ড ভালোবেসে ফেলেছি নির্মম শহরটা
কে...

No comments:

Post a Comment

প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন।

 💘প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন। 🌻 বেশিরভাগ পুরুষই তাদের মায়ের কাছ থেকে ভালোবাসা পাননি, তাই তারা অবচেতনভাবেই নারীদের মাধ্যমে সে...