কেন তুমি বাতাসে যাও ভেসে । কেনই
বা আড়ালে ওঠো হেসে ।
কেন তুমি হারিয়ে যাও গভীর আঁধারে ।
কেন তুমি থাকো দূরে সরে ।
কেন তুমি স্বপ্ন দেখাও
মিথ্যা ঘুমের ঘরে ।
দূর অজানায় থাকো তুমি
যায় না তোমায় দেখা ।
অদৃশ্যের জালে আটকে থাকো তাই হয় না আঁকা ।
কেন তুমি অদৃশ্যের ঐপারে ।
কেন তুমি স্বপ্ন দেখাও মিথ্যা ঘুমের ঘরে ।
কোয়াশার মত হারিয়ে যাও
সোনালি ঊষার সাথে ।
ধ্রূবতারা হয়েও তুমি দাও না ধরা নীলাম্বরের হাতে ।
কেন তুমি থাকো দূরে সরে ।
কেন তুমি স্বপ্ন দেখাও
মিথ্যা ঘুমের ঘরে ।
বা আড়ালে ওঠো হেসে ।
কেন তুমি হারিয়ে যাও গভীর আঁধারে ।
কেন তুমি থাকো দূরে সরে ।
কেন তুমি স্বপ্ন দেখাও
মিথ্যা ঘুমের ঘরে ।
দূর অজানায় থাকো তুমি
যায় না তোমায় দেখা ।
অদৃশ্যের জালে আটকে থাকো তাই হয় না আঁকা ।
কেন তুমি অদৃশ্যের ঐপারে ।
কেন তুমি স্বপ্ন দেখাও মিথ্যা ঘুমের ঘরে ।
কোয়াশার মত হারিয়ে যাও
সোনালি ঊষার সাথে ।
ধ্রূবতারা হয়েও তুমি দাও না ধরা নীলাম্বরের হাতে ।
কেন তুমি থাকো দূরে সরে ।
কেন তুমি স্বপ্ন দেখাও
মিথ্যা ঘুমের ঘরে ।
No comments:
Post a Comment