Monday, December 21, 2015

অসহায় অনুভব

মাঝে মাঝে মনে হয় জীবনের শেষ প্রান্তে আমার
অবস্থান!! সত্যিই যদি আমি ছেড়ে যায় এই ভূবন কেউ
কি আমায় অনুভব করবে?? আমি অনেক দিন আমার
আপনজন দের থেকে অনেক দূরে, আর নিশ্চয় এখন যদি
আমার শেষ সমাধি হয় কেউ আগের মত feel করবেনা।
আমি এটাই চাই, আর তাই নিজেকে সরিয়ে নিলাম
অনেক দুরে। তবে আরো দুরে সরে যাবো, সারা
পৃথিবী খুজলেও আমাকে পাবেনা। আমি খুব চেষ্টা
করছি সূর্যের আলোর ছায়া আমার হয়ে মাটিতে না
পড়ে যেন। আমার সমাধির উপর পড়ে। যন্ত্রনার সইতে
সইতে মোটামুটি সয়ে উঠেছি ও, কিন্তু তা এখন
পৃথিবী সমান হয়ে গেছে, এই কষ্টের ভর আর নিতে
পারছিনা, খোদা আমায় এবার নিয়ে যাও জনম
বাড়িতে। #
তুহিন 

No comments:

Post a Comment

প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন।

 💘প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন। 🌻 বেশিরভাগ পুরুষই তাদের মায়ের কাছ থেকে ভালোবাসা পাননি, তাই তারা অবচেতনভাবেই নারীদের মাধ্যমে সে...