Monday, December 21, 2015

অসহায় অনুভব

মাঝে মাঝে মনে হয় জীবনের শেষ প্রান্তে আমার
অবস্থান!! সত্যিই যদি আমি ছেড়ে যায় এই ভূবন কেউ
কি আমায় অনুভব করবে?? আমি অনেক দিন আমার
আপনজন দের থেকে অনেক দূরে, আর নিশ্চয় এখন যদি
আমার শেষ সমাধি হয় কেউ আগের মত feel করবেনা।
আমি এটাই চাই, আর তাই নিজেকে সরিয়ে নিলাম
অনেক দুরে। তবে আরো দুরে সরে যাবো, সারা
পৃথিবী খুজলেও আমাকে পাবেনা। আমি খুব চেষ্টা
করছি সূর্যের আলোর ছায়া আমার হয়ে মাটিতে না
পড়ে যেন। আমার সমাধির উপর পড়ে। যন্ত্রনার সইতে
সইতে মোটামুটি সয়ে উঠেছি ও, কিন্তু তা এখন
পৃথিবী সমান হয়ে গেছে, এই কষ্টের ভর আর নিতে
পারছিনা, খোদা আমায় এবার নিয়ে যাও জনম
বাড়িতে। #
তুহিন 

No comments:

Post a Comment

শেষ ট্রেন (সম্পূর্ণ গল্প)

  শেষ ট্রেন (সম্পূর্ণ গল্প) রাত তখন দশটা বাজে। ঢাকার গুলিস্তানের এক কোণে বসে আছে রিয়াজ। তার সামনে এক কাপ ঠাণ্ডা হয়ে যাওয়া চা, আর পকেটে ...