Wednesday, December 2, 2015

অমর প্রেম by তুহিন

বার বার অপলক দৃষ্টি নিয়ে দেখে যাই তোমায়যতবার দেখি ,আর যতবার দেখেছি আপন মনেতবুও বার বার অতৃপ্তি থেকে যায় ।ও চোখের গহিনে যে স্বপ্ন দেখিদেখি বেঁচে থাকার প্রয়াস ,এ তো এ জন্মের নয়এ তো পূর্ব জন্মের ।তবু তোমাকে দেখার সাধ মিটে না ।অপলক দৃষ্টি নিয়ে ততবার দেখেছি যতবার বাঁচারআকুতি ছিলো হৃদে ।তবুও যে অতৃপ্ত !তবে জেনে গেছি আমিহ্যাঁ খুব করে জেনে গেছি এ জন্মে তোমায় দেখারতৃপ্তি হবে না ।শর্তবিহীন আজীবন তোমাকে দেখার আদম্ম ইচ্ছে কেবুকের রাজ ফটকে বন্দী করেশেষ বারবের মত অপলক তোমায় দেখে দেখে যেতে যেতেচিৎকার করে বলে যাবো ,এ জন্ম আমার বৃথা ,এ জন্ম আমার নিরাশ ,তোমায় আরও দেখার ইচ্ছে ছিলো ।

No comments:

Post a Comment

প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন।

 💘প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন। 🌻 বেশিরভাগ পুরুষই তাদের মায়ের কাছ থেকে ভালোবাসা পাননি, তাই তারা অবচেতনভাবেই নারীদের মাধ্যমে সে...