বার বার অপলক দৃষ্টি নিয়ে দেখে যাই তোমায়যতবার দেখি ,আর যতবার দেখেছি আপন মনেতবুও বার বার অতৃপ্তি থেকে যায় ।ও চোখের গহিনে যে স্বপ্ন দেখিদেখি বেঁচে থাকার প্রয়াস ,এ তো এ জন্মের নয়এ তো পূর্ব জন্মের ।তবু তোমাকে দেখার সাধ মিটে না ।অপলক দৃষ্টি নিয়ে ততবার দেখেছি যতবার বাঁচারআকুতি ছিলো হৃদে ।তবুও যে অতৃপ্ত !তবে জেনে গেছি আমিহ্যাঁ খুব করে জেনে গেছি এ জন্মে তোমায় দেখারতৃপ্তি হবে না ।শর্তবিহীন আজীবন তোমাকে দেখার আদম্ম ইচ্ছে কেবুকের রাজ ফটকে বন্দী করেশেষ বারবের মত অপলক তোমায় দেখে দেখে যেতে যেতেচিৎকার করে বলে যাবো ,এ জন্ম আমার বৃথা ,এ জন্ম আমার নিরাশ ,তোমায় আরও দেখার ইচ্ছে ছিলো ।
Subscribe to:
Post Comments (Atom)
প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন।
💘প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন। 🌻 বেশিরভাগ পুরুষই তাদের মায়ের কাছ থেকে ভালোবাসা পাননি, তাই তারা অবচেতনভাবেই নারীদের মাধ্যমে সে...

-
তোমাকে ছাড়া হয়তো বেঁচে থাকতে পারবো, ,,,, কিন্তু , কখনো সুখে থাকতে পারবো না,। ভেবো না, তাই বলে তোমার ইচ্ছার বিরুদ্ধে ,,,,,,,,,,,,,,...
-
আজ সত্যিই আমি অপরিচিত নিজের কাছে হারিয়ে ফেলেছি আমি, আমার আমি কে ছোট্ট কিছু স্বপ্ন ছিল বাস্ততা স্বপ্ন গুলো কে বদলে দিল আজ কষ্ট হচ্ছে না...
No comments:
Post a Comment