Thursday, December 31, 2015

Life by Tuhin

আজ সত্যিই আমি অপরিচিত নিজের কাছে
হারিয়ে ফেলেছি আমি, আমার আমি কে
ছোট্ট কিছু স্বপ্নপুর ছিল বাস্ততা স্বপ্ন গুলো কে বদলে
দিল
আজ কষ্ট হচ্ছে না , দুঃখও নেই আমার ,
না হয় হেরে গেলাম জীবনের কাছে এই তো ??
একদিন আমিও তোমার কাছে স্মৃতি হয়ে যাবো
ভুল করেও হয়তো মনে পরবে না ,
ভাববে না কোন একজন ছিল
যে তোমায় তার পৃথিবী ভাবতো ,
হয়তো কিছু পুরনো স্মৃতি ভেবে
হাজারো নতুন স্মৃতির চাঁদরে ডেকে দেবে আমাকে
কষ্ট নেই তুমি ভুলে যাবে আমায়
হয়তো বাস্তবতা তোমায় বদলে দিয়েছে
তুমি নতুন করে স্বপ্ন দেখতে শিখে গেছ ।
সত্যিই তোমার তুলনা তুমি
খেলেছ আমার আবেগ গুলো নিয়ে
বদলে দিয়েছ কষ্টের রং দিয়ে আমার সোনালি স্বপ্ন
গুলো ।
তবুও তুমি ভালো থেকো
যতটা ভালো থাকলে আর আমায় মনে পরবে না।

Friday, December 25, 2015

অভিনয় By তুহিন

পৃথিবীর প্রতিটা মানুষই অভিনয় করে।
কেউ নিজের সাথে কেউ অন্যের সাথে।
কেউ নিজেকে হাসাতে আবার কেউ
অন্যকে হাসাতে। কেউ এই অভিনয় করে
নিজের দুঃখ লুকাতে যেয়ে অথবা নিজেকেই দুঃখ
দেয়ার জন্য।
আবার কেউ অন্যের দুঃখ ঘুচাতে অথবা অন্যকে দুঃখ
দিতে।
তবে অভিনয় সবাই আমরা করছি আর করব এটা ঠিক।

শূন্যতা By তুহিন

একদিন সবছিল আমার...
আশা ছিল,ভালবাসা ছিল,
ছিল বিচিত্র সব স্বপ্ন।
আর আজ-
তুমি নেই,
যেন কিছুই নেই।
আমার হৃদয়ে আছে শুধু,
শূণ্যতা মাত্র।

নিস্তব্ধ একলা আমি by তুহিন

নিরব নিস্তব্ধ রাতে একলা বসে
ভাবছি তোমার কথা
ছাদের কোনে নিরবে
ঝরছে জল দু এক ফোটা
আমি একলা একলা আমার জীবন
একলা ভাবি একলা থাকি এইত আমার জীবন
নিস্তব্ধ এই রাতে শুনতে পাই
মাঝে মাঝে কিছু যানবাহনের শব্দ
আর শুনতে পাই তোমার পদধ্বনি
আমি একলা একলা আমার জীবন
একলা ভাবি একলা থাকি এইত আমার জীবন
শুন্যতার মাঝে খুজে পাই তোমার ছায়া
বুঝতে পারি আমি অসহায় তোমায় ছাড়া
তাইত আমি একলা চলি তোমার অপেক্ষায়
আমি একলা একলা আমার জীবন
একলা ভাবি একলা থাকি।

Monday, December 21, 2015

অসহায় অনুভব

মাঝে মাঝে মনে হয় জীবনের শেষ প্রান্তে আমার
অবস্থান!! সত্যিই যদি আমি ছেড়ে যায় এই ভূবন কেউ
কি আমায় অনুভব করবে?? আমি অনেক দিন আমার
আপনজন দের থেকে অনেক দূরে, আর নিশ্চয় এখন যদি
আমার শেষ সমাধি হয় কেউ আগের মত feel করবেনা।
আমি এটাই চাই, আর তাই নিজেকে সরিয়ে নিলাম
অনেক দুরে। তবে আরো দুরে সরে যাবো, সারা
পৃথিবী খুজলেও আমাকে পাবেনা। আমি খুব চেষ্টা
করছি সূর্যের আলোর ছায়া আমার হয়ে মাটিতে না
পড়ে যেন। আমার সমাধির উপর পড়ে। যন্ত্রনার সইতে
সইতে মোটামুটি সয়ে উঠেছি ও, কিন্তু তা এখন
পৃথিবী সমান হয়ে গেছে, এই কষ্টের ভর আর নিতে
পারছিনা, খোদা আমায় এবার নিয়ে যাও জনম
বাড়িতে। #
তুহিন 

Saturday, December 19, 2015

কবিতা হয়ে ঘুমিয়ে থাকো ....... সংগ্রহ posted by তুহিন

কবিতা হয়ে ঘুমিয়ে থাকো তুমি
আমার ডায়েরীর পাতায় পাতায়
নির্লিপ্ত আবদ্ধ চোখে স্থিতু প্রগাঢ় অমানিশা
শতাব্দীর জমাট অন্ধকার হতে বহমান অতীতের গান....
এক একটি পত্র পল্লবে
এক একটি ধুম্র ইতিহাস.....
কখনও জলে কখনও স্থলে কখনও বা মায়াজাল খেলা করে
আমার আঙ্গুলের ডগায় ডগায়, প্রতি তন্ত্রীর লৌহকনিকায়,
নীলাভ শিরায় ....
পাতা উল্টাই, ছুঁয়ে ছুঁয়ে যাই
অবিশ্রুত ভালোবাসার পেলব অভিমানে
বিষাদীয় সঙ্গীতের সূর গুন গুন, কোমল গান্ধার, জেগে
ওঠো তুমি
চোখ মেলো ঘুমপূরীর রাজপুত্র, সোনার জীয়ন কাঁঠি
জাগে শিওরে তোমার.......
ললাটে ছোঁয়াই তপ্ত অধর,
পরম আদরে, শোনাই গল্পকথা জ্যান্তব রুপকার
বন্দী রাজকন্যা, দৈত্যি দানো, সাত সমুদ্র তেরো নদী
মন্ত্রমুগ্ধ মোহাবিষ্ঠতায় অবাক চেয়ে রও তুমি, পলকহীন
মুগ্ধশ্রোতা!
হরতন চিড়েতন রুহিতন
তাসের খেলাঘরে প্রতিষ্ঠা পায় প্রাণ পৌত্তলিকা
শব্দজ্যোসনায় দৃষ্টিদান করি,বাঁধি মায়াহরিণীর প্রেমে
উতল ভালোবাসায় গাঁথি মালা অমরাবতী শ্রান্তিহীন অবিরাম....
অদল বদল রৌপ্য ঘুমকাঠি পুনশ্চ পূণর্বার
দীঘল শীতার্ত রাত্রী অলস দুপুর অথবা ঝুম বর্ষন সন্ধ্যা
কবিতা হয়ে ফের ঘুমিয়ে পড়ো তুমি আমার ডায়েরীর
নক্সীপাতার ভাজে
বন্ধ মলাটে জাগে স্মৃতির মেলানকলিয়া অনিদ্র নীলকন্ঠী
বালিকার মৌন মনিহার!!!

নীলাম্বরের ধ্রুবতারা লিখেছেন নীলাম্বর সরকার মিন্টু

কেন তুমি বাতাসে যাও ভেসে । কেনই
বা আড়ালে ওঠো হেসে ।
কেন তুমি হারিয়ে যাও গভীর আঁধারে ।
কেন তুমি থাকো দূরে সরে ।
কেন তুমি স্বপ্ন দেখাও
মিথ্যা ঘুমের ঘরে ।
দূর অজানায় থাকো তুমি
যায় না তোমায় দেখা ।
অদৃশ্যের জালে আটকে থাকো তাই হয় না আঁকা ।
কেন তুমি অদৃশ্যের ঐপারে ।
কেন তুমি স্বপ্ন দেখাও মিথ্যা ঘুমের ঘরে ।
কোয়াশার মত হারিয়ে যাও
সোনালি ঊষার সাথে ।
ধ্রূবতারা হয়েও তুমি দাও না ধরা নীলাম্বরের হাতে ।
কেন তুমি থাকো দূরে সরে ।
কেন তুমি স্বপ্ন দেখাও
মিথ্যা ঘুমের ঘরে ।

Friday, December 18, 2015

ঘুমপুর স্বপ্নপুর By তুহিন

ঘুমাও তুমি...............!!
তোমার ঘুমের ভেতর দেখো
আমি ঠিক ছুয়ে যাবো তোমার হৃদয়,মন,
তোমার নিষ্পাপ দুটি হাত ।
তোমার কানের কাছে গিয়ে দেখো
ফিস ফিস করে বার বার বলবো-
আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি ।
যেমনটা সুযোগ পেলেই মাতিয়ে রাখি তোমার
চারপাশ ।
আমার অদ্ভুদ সব কান্ড দেখে হাসবে না তুমি !!!
তুমি তো জানো......
তোমার কতটা ভালোবাসার কাঙ্গাল আমি ।
আমাকে এভাবে অস্থিরতায় রেখে
তুমি এমন করে নিষ্পাপ শিশুর মত
কেমন করে ঘুমাও বলোতো দেখি ?
আমি জেগে আছি, থাকবো অনন্তকাল ।
শুধু তোমার ভালোবাসা পেতে ।
জানো এভাবে অনন্তকাল জেগে থাকতে
আমার কোন আপত্তি নেই.........!!!

Thursday, December 17, 2015

এ পি জে আবদুল কালামের উক্তি গুলো

ভারতের মরহুম রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের
৫টি উক্তি আপনার ক্যারিয়ার পাল্টে দিতে পারে।
সেগুলো হচ্ছে- ১) ‘স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে
দেখো। স্বপ্ন সেটা যেটা তোমায় ঘুমোতে দেয় না।’
২) ‘সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে
তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে।’ ৩) ‘যদি তুমি
তোমার কাজকে স্যালুট কর, দেখো তোমায় আর
কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি
তোমার কাজকে অসম্মান কর, অমর্যাদা কর, ফাঁকি
দাও, তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে।’ ৪)
‘যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না; তাদের
অর্জন অন্তঃসারশূন্য, উৎসাহহীন সাফল্য চারদিকে
তিক্ততার উদ্ভব ঘটায়।’ ৫) ‘প্রতিদিন সকালে এই
পাঁচটা লাইন বলো : – আমি সেরা। – আমি করতে
পারি। – সৃষ্টিকর্তা সব সময় আমার সঙ্গে আছে। –
আমি জয়ী। – আজ দিনটা আমার।

Wednesday, December 16, 2015

শেষের কিছু By তুহিন

এতোগুলো দিন পেরিয়ে গেল.. তুমি কোথায় আছো
জানিনা .... কেমন আছো তাও জানিনা । কিন্তু আজ আবারো
স্বার্থপরের মতো তোমায় খুজতেছি .. না কোন আশা
বা প্রত্যাশা থেকে নয়... জীবনের এই মোড়ে
এসে কিইবা প্রত্যাশা থাকতে পারে । কোন এক
রোদেলা দুপুরে রাস্তার পিচ দিয়ে হেটে যাচ্ছিলে
তুমি...। সেদিন তোমাকে দেখার পর আমার মনে হচ্ছিল
এই সেই তুমি যাকে আমি আমার হৃদয় দিয়ে খুজতেছিলাম ।
তুমি ছিলে আমার অনেক কাছের একজন বন্ধু ।
ভালোবাসার মায়াবি টানে অকারনেই ভালোবাসি তোমায় ।
বন্ধুত্বের এই মধুর সম্পর্কের জন্য হয়তোবা কখনো
তোমাকে বলতে পারিনি আমার মনের মধ্যে লুকিয়ে
থাকা সেই ভালোবাসা কথা । একসময় নির্দিধায় সেই
ভালোবাসার কথাও বলে দেই ... জানিনা তোমার মনে
আমার জন্য কতটুকুইবা ভালোবাসা ছিল...?? তুমি আমাকে
ভালোবাস কি না তাও আমি জানতাম না... অনেক ভয়েই ছিলাম
..?? হ্যা তোমাকে হাড়ানো ভয়.. এই কারনে যদি
কখনো তুমি আমার কাছ থেকে হাড়িয়ে যাও .. এটা আমি
মানতে পারবো না.. নিজেকে অনেক অপরাধী মনে
হচ্ছে । নির্ঘুম রাত হটাৎ তোমার নম্বর থেকে একটা
sms ... আমিও যে তোকে অনেক ভালোবেসে
ফেলেছি রে পাগল.. সেই মহুর্তটা আমার কাছে কেমন
ছিল সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না ..
নিজেকে অনেক ভাগ্যেবান মনে হচ্ছিল তোমার
মতো একজন সঙ্গীকে পেয়ে.. । সরাদিন ফোনে
কথা হতো.... মাঝে মাঝে হাসি আবার কখনো কখনো
কান্না.... ভালো লাগতো তোমার দুষ্টু মিষ্ট
অভিমানগুলো আর ভালো লাগতো তোমার শাসন ।
এভাবেই চলতে থাকে দিনগুলো.. নিজের অজান্তেই
একটা পরিচয় করে নিয়েছিলাম তোমার মাঝে । তুমি সব
সময় অনেক দুরেই থাকতে কিন্তু সব সময়ের জন্যই
আমার মনে হতো এইতো তুমি আমার কাছেই আছো ।
তোমার কিছু কিছু পাগলামী আমাকেই পাগল করে দিতো
। একটা ঘন্টা কথা না বলে কেউ কাউকে ছাড়া থাকতে
পারতাম না । সেদিন যখন ফোনটা সাইলেন্ট করা ছিল আর
পরে ফোনটা হাতে নিয়ে দেখি যে ৯৫ টা মিসকল আর
৭টা এস.এম.এস । সেদিনি আমি বুঝে গেছি এই জনমে
তোমার মতো ভালোবাসা আমাকে কেউ দিতে পারবে
না । কয়েকদিন পর তোমার সাথে দেখা । একটা কফি
দুজনে শেয়ার করা, হাতে হাত রেখে নদীর ধার দিয়ে
হাটা, এবংকি তোমার সাথে কাটানো প্রত্যেকটা মহুর্ত
আমার মনের ডায়েরিতে গাথা হয়ে রয়েছে .. । হটাত
একটা দমকা হাওয়া.... আর আস্তে আস্তে সেটা রুপ নেয়
এক কাল বৈশাখী ঝড়ে.... ভেঙ্গে চুরমাচার করে দিয়ে
যায় সবকিছু । দেয়াল হয়ে দাড়ায় তোমার আর আমার
সম্পর্কের মাঝখানে । সেটা এতোবড়ই ঝড় যে তার
সাথে মোকাবেলা করাটাও আমার সামর্থের মধ্যে ছিলনা ।
আর এই ঝড় আমাকে বাধ্য করায় তোমার কাছ থেকে
দুরে সরতে । বিশ্বাস করো সেদিন আমি চেয়েও কিছু
করতে পারিনি আর আজো পারবো না । হয়তোবা
তোমার জন্য কিঞ্চিত পরিমান ভালোবাসা আজো এই
মনের ভিতরে লুকিয়ে রয়েছে কিন্তু আজ সেটা আমি
প্রকাশ করবো না । কিন্তু এই স্বার্থপরটা আজো তোমায়
খুজতেছে শুধুমাত্র একটি কথা বলার জন্য ... যদি কখনো
পারো আমাকে ক্ষমা করে দিও...

Saturday, December 12, 2015

তুমি আমি সবাই

মৃত্যু আসবেই,আমি তুমি সবাই জানি।
আজ রাতের ঘুম কাল সকালে ভাঙবে কিনা কে
জানে? যে জানে সেতো নির্বাক সৌন্দর্যের
আয়োজক।
তবুও আগামীকালের জন্য জমিয়ে রাখা কাজ
গুলোর দোহাই দিয়ে জেগে উঠতে চাই।
বড্ড ভালোবেসে ফেলেছি নির্মম শহরটা
কে...

Thursday, December 10, 2015

মন ভালো নেই - তপু song Lyrics


মন ভালো নেই
বলো না কিছুতেই
তবু বুঝে নেবে কে আছে
দেখো কেউ কাছে নেই
তবু তুমি এগুবেই
ভাঙ্গা পথ সাথী কে হবে ?
যদি কখনো আমায় মনে পড়ে যায়
খোল দুয়ার আকাশের আমি তারাময়
যদি কখনো ছুঁয়ে দিতে ইচ্ছে হয়
চাদর হয়ে আজ জড়াবো তোমায়
কে বলো কে দেখাবে পথ তোমাকে
যদি যাও হারিয়ে এই শহরে
কে বলো কে দেখাবে পথ তোমাকে
যদি যাও হারিয়ে এই শহরে
যদি কখনো আমায় মনে পড়ে যায়
খোল দুয়ার আকাশের আমি তারাময়
হাওয়াতে এলো চুল মুখে এসে পড়ে
যদি না থাকি তা কে সরাবে
হাওয়াতে এলো চুল মুখে এসে পড়ে
যদি না থাকি তা কে সরাবে
যদি কখনো আমায় মনে পড়ে যায়
খোল দুয়ার আকাশের আমি তারাময়
যদি কখনো ছুঁয়ে দিতে ইচ্ছে হয়
চাদর হয়ে আজ জড়াবো তোমায়
যদি কখনো আমায় মনে পড়ে যায়
খোল দুয়ার আকাশের আমি তারাময়
যদি কখনো ছুয়ে দিতে ইচ্ছে হয়
চাদর হয়ে আজ জড়াবো তোমায়। 

শিরোনামহীন By তুহিন

রাত্রি ক্লান্ত জীর্ন শীর্ন আঁধো চাঁদের আলো
পিচ ঢালা পথ কখনো ধূসর কখনও বা কালো
সারাটা পথ জুড়ে আমি একা
হেটে যাই আকাশ তারার পানে চেয়ে
নীল জোছনায় স্মৃতিরো ভীড়ে
হারিয়ে যায় মন আধারে।
আধাঁর রাতে নেমে আসে শিশিরের ছায়া
নিভে গেছে দূর কোন স্মৃতিরও মায়া
নিঃসীম চারপাশ কোনো সাড়া নেই
তবু এক দীপ্তি রয়ে গেছে
যত দূরে যেতে চাই নিলীমার পথে
আরো দূরে সরে যায় রাতের আকাশে
চুপচাপ শহরে নিশ্বাস ফেলে আসি
এই নিরব বাতাসে।

Wednesday, December 9, 2015

কেমন আছো By মানছুর

কেমন আছ জানিনা জানার ইচ্ছে হলে ও জানতে পারিনা,
একটা সময়ই ছিল তোমাকে না দেখে থাকতে পারতাম না , তা
ওই সময়ই একটা ব্যাপার ভাল ছিল তোমাকে না ভেবে
থাকতে পারতাম।
এখন তোমাকে না দেখে থাকতে পারি কিন্ত না ভেবে
থাকতে পারি না কিন্তু কেন ?
জানি না আর কখনো জানার চেষ্টা ও করি না কেন করবো
কার জন্য করবো যাকে একা রেখে চলে গেছ
অনেক দূর, কি ভেবেছিলে আমি ভেঙ্গে যাব
ভেঙ্গে দিবে আমার সব কিছু কি ছিল তোমার ইচ্ছা কষ্ট
দিয়ে আমাকে শেষ করে দিবে কিন্তু তমি কি করে
ভুলে গেলে আমি জন্মের পর থেকেই জ্বলছি তুমি
আর নতুন করে কি জ্বালাবে ।
আমার লেখা গোলা তুমি পড়বে জানি হয়ত কোন একদিন
তুমি পড়বে কিন্তু কিছু বলবে না কারণ তোমার বলার কিছু
নেই থাকবেই বা কি করে যা বলার ছিল টা তো বলেই
দিয়েছ আজ একটা গান অনেক মনে পরে
জীবন মানে পদ্মা নদী
থেমে সে তো থাকে না
তোমাকে ছাড়া আমি কষ্টে আছি
এমন কখনো ভেবনা
তুমি যদি ভাল থাক আমাকে ছাড়া
আমি কেন পারব না
তোমার কি কখনো মনে পরে এই গানটা শুনি বলে তুমি
অনেক রাগ করতে ,
আর আমি তোমাকে বলতাম যে কি করবো তুমি যদি
আমাকে ছেড়ে কখনো চলে যাও সেই সময়ই গানটা
গাইব তাই শিখে রাখি, তুমি আমার মুখ চেপে ধরে
বলেছিলে এক মাত্র মরন ছাড়া তোমাকে আমাকে আলাদা
করতে পারবে না ।
সেই তুমি আজ আমাকে চেন না দেখে না দেখার মত
করে চলে যাও কিন্তু কেন ?
আমি কি তোমার কোন ক্ষতি করছিলাম ??
তোমাকে তো শুধু ভালবেসেছিলাম
চেয়েছিলাম সারাটা জীবন তোমার বুকে মাথা রেখে
কাটাতে, চেয়ে ছিলাম তোমার হাতে হাত রেখে জীবন
পার করে দিতে কিন্তু কিছুই হল না আর হবে ও না।
আমার লেখা হইত এখানেই শেষ কিন্তু জীবন এর শেষ
কোথাই ??
যানিনা তবে সেই অপেক্ষাই আছি যাবার আগে এক নজর
তোমাকে দেখার আসাই
একবার চখের দেখা দেখব বলে হইত বেছে আছি
দরদিয়া তুমি দাওনা দেখা থাকলে কাছা কাছি
ভাল থেকো সারাটা জীবন দোয়া করি, তোমার উপর
আমার কোন অভিমান কেই নেই কোন রাগ তোমাকে
ভালবাসার আগে এমন কোন সর্ত তো ছিল না যে তুমি
আমার হবে, সারা জীবন আমার পাশে থাকবে তবে কেন
তোমার ওপর অভিমান করবো বল,
ভুলে গেছি তোমার দেয়া সব কষ্ট
ভুলতে পারিনি তোমাকে
ভুলে গেছি তোমার সব কথা
ভুলতে পারিনি তোমার প্রেম।

ভাবনা By মানছুর

আমি তো ভালোই ছিলাম রাতের নীরবতায় নিজেকে
লুকীয়ে রেখে
ছিল আমার এলোমেলো একটা জীবন
ছন্নছাড়া এই জীবন নিয়ে
আমি তো বেশ আছি
তবুও উড় মনে আজ হাজারো ভাবনা তোমাকে ঘিরে
আমার আমি কে নতুন করে সাজানোর
এক ইচ্ছার ডিঙ্গি নায়ে আমি কেন সাগর পাড়ি দিচ্ছি ??
কেন আমি আজ বাস্তবিক চিন্তা থেকে নিজেকে
এত দূরে রেখেছি ??
হয়তো আমি তোমায় এত ভালোবাসি বলেই ??
মনের জমানো আবেগ গুলো তো আমি সেই
কবেই শ্বাসরোধ করে মেরে ফেলেছি
তবে কেন আজ ওরা আবার পুনর্জীবিত ??
তবে কি আমি আজও তোমায় ভালোবাসি ??
মাঝে মাঝেই কিছু প্রশ্নের বিষাক্ত তীর
এ মনের আবেগ গুলো কে ছিন্নভিন্ন করে দেয় ,
ভাবনার অজান্তেই এ মনের আকাশ টা ঢেকে যায়
হারিয়ে যাবে তুমি নামক এক
বিশাল কালো ঘুটঘুটে চাঁদরে ।
এই অন্ধকার আজ আমায় কুঁড়ে কুঁড়ে খাচ্ছে
তবুও এ অবাধ্য ভাবনা শুধু তোমাকেই ভাবে
কারণ আমি যে সত্যিই আজও তোমায় ভালোবাসিভালোবাসি

ভালোবাসতে ভালোবাসি By তুহিন

গতকালের চেয়ে অনেক বেশি ভালোবাসি
আজ,
কাল ভালবাসবো অনেক বেশি আরও ।
ভুলে যেতে বলেছিলে তোমায়, হুম্মম…এ
জীবনে তো আর সম্ভব না, আর একবার জন্ম
নিলে চেষ্টা করে দেখতে পারি । যদি প্রশ্ন
করো কেন এতোটা ভালোবাসি !!! যা প্রকাশ
করার
ভাষা ,পরিমাপ করার স্কেল অথবা কোন কারন
আজো পাইনি ।
উত্তর একটাই …”ভালবাসতে ভালোবাসি….

কষ্টের সীমানা কতদূর By তুহিন

কষ্টের সীমানা কতদুর ?এর শুরু কোথায়? শেষ কোথায় ?কারো কষ্ট মুহুর্ত মাত্র, কারো কষ্ট অষ্টপ্রহর।কারো কষ্ট সপ্তাহ, মাস বা বছর, কখনো বা যুগ !কারো কষ্ট জীবনের অন্তিম শয়নেই সমাপ্তি টানে।কারো কষ্ট শুকতারার মত হঠাত খসে পরে।কারো কষ্ট ইন্দুরবির মত পালাক্রমে আসে।কারো কষ্ট তমঃবিষাদে নক্ষত্রের মত জ্বলে।কারো কষ্টে কষ্টেই গাঁথা সুখের মালা।কষ্টের সীমানা কতদুর ?কারো কষ্ট এলোমেলো, কারো কষ্ট একা।কারো কষ্ট নিরবে কাঁদে, যায়না তারে দেখা !কারো কষ্ট দিন দুপুরে, কারো কষ্ট রাতে,কারো কষ্ট লালে লালে নীল,দাগ কেটে রয় সুপ্রভাতে।কারো কষ্ট নস্ট বলে, নস্টেই কাব্যের কষ্ট ,নস্টে নস্টে এক জীবন হারে, কষ্টের গল্পটি স্পস্ট।কষ্ট আমার চোখের কোনে, বুকে কষ্টের মরুভুমি,কষ্ট আমার একলা রাতের, কষ্ট আমার তুমি।কষ্টের সুতোয় কাব্য গাঁথি ,কষ্টেই আমি বাঁধা ,অশ্রু দামে কষ্ট কিনি, কষ্টেই সুখ গাঁথা ।কষ্ট আমার একটা আকাশ, বরফ গলা নদী,কষ্ট আমার একটা অতীত, ছুঁয়ে দেখতে যদি।কষ্ট আমার ঘরের চোকাঠে, শীতল পায়ে হাটে,কষ্ট নড়ে চোখের ভিতর, কষ্টের কোলে বছর কাটে। কষ্টআমার দুপুর বেলা, কষ্ট একলা রাতি,কষ্ট বুকের ভাসমান পাঁজর,কষ্ট পথের সাথী।কষ্ট তোমার বিমুখ হওয়া, কষ্ট জলরাশি,কষ্টের সাথে সন্দ্বি আমার, কষ্টে কষ্টে হাসি।কষ্ট খুঁজি সকাল সন্দ্ব্যা, কষ্টেই যত ভয়,কষ্ট আমার গোপন রাতের, সন্দ্ব্যাতারা সাক্ষী রয়।

শূন্যতা. by তুহিন

দুনিয়াতে খুব অল্প কিছু মানুষ আছে ,যারা আসলেই আলাদা ,সারাজীবনেওতারা কারও আপন হতে পারে না , তাদের কেউইবুঝে না , তাদের সব থেকেওআসলে শূন্যতা ছাড়া কিছুইথাকে না ,তারা একা আসে ,একা ঘুরে ,একাই থাকে ,একাই চলে যায় ...

Tuesday, December 8, 2015

কিছু স্বপ্ন ছিলো by তুহিন

আজ সত্যিই আমি অপরিচিত নিজের কাছে
হারিয়ে ফেলেছি আমি, আমার আমি কে
ছোট্ট কিছু স্বপ্ন ছিল বাস্ততা স্বপ্ন গুলো কে বদলে
দিল
আজ কষ্ট হচ্ছে না , দুঃখও নেই আমার ,
না হয় হেরে গেলাম জীবনের কাছে এই তো ??
একদিন আমিও তোমার কাছে স্মৃতি হয়ে যাবো
ভুল করেও হয়তো মনে পরবে না ,
ভাববে না কোন একজন ছিল
যে তোমায় তার পৃথিবী ভাবতো ,
হয়তো কিছু পুরনো স্মৃতি ভেবে
হাজারো নতুন স্মৃতির চাঁদরে ডেকে দেবে আমাকে
কষ্ট নেই তুমি ভুলে যাবে আমায়
হয়তো বাস্তবতা তোমায় বদলে দিয়েছে
তুমি নতুন করে স্বপ্ন দেখতে শিখে গেছ ।
সত্যিই তোমার তুলনা তুমি
খেলেছ আমার আবেগ গুলো নিয়ে
বদলে দিয়েছ কষ্টের রং দিয়ে আমার সোনালি স্বপ্ন
গুলো ।
তবুও তুমি ভালো থেকো
যতটা ভালো থাকলে আর আমায় মনে পরবে না

বেঁচে থেকে কি লাভ. By. তুহিন

মৃত্যু আর জীবনের
সহবাসে এই মাত্র জন্ম হল আমার,
মাথার মধ্যে এখনও নিউরনিক সেল গুলো
সঠিক ভাবে উত্তেজিত হতে শেখেনি।
তবুও আমি অনেক কিছু বুঝতে শিখে গেছি :
মৃত্যুর ছোবল বিষাক্ত নয়, ------ স্বাদহীন!
আমি অজস্র মৃত্যুর ছোবল নিয়েছি এ বুকে ----
শরীরি মৃত্যুই কি কেবল মৃত্যু?
আমি মানষিক মৃত্যুতে মরেছি বারং বার।
মৃত্যুর বরপুত্র আমি !
করোনারিসাইনাস বেয়ে নেমে আসা চিন চিনে ব্যথায়
আমার মস্তিষ্কজাত নিউরনিক সেল গুলো
নার্ভের শরীর দিয়ে ব্যথার বার্তা পাঠায় না।
অথচ রাস্তায় পড়ে থাকা অভুক্ত শিশুর আর্তনাদে,
মৃত মায়ের স্তনে অবুঝ বালকের দুগ্ধ অন্বেষণে,
পাগলের গায়ের ক্ষতে সর্বগ্রাসী কীটের দংশনে,
আমার শরীরের প্রতিটি কোষে, কোষে তখন অসহ্য
যন্ত্রণা হয় !
তুমি বেঁচে থেকেই মরে আছ,
মরে গিয়েই বেঁচে যাওয়া বোধ হয় ভাল হতো !
এভাবে বেঁচে থেকে কি লাভ?
শরীরি মৃত্যুই কি কেবল মৃত্যু?
আমি মানষিক মৃত্যুতে মরেছি বারংবার... সহস্র বার.....
মৃত্যুর বরপুত্র আমি....!!

Wednesday, December 2, 2015

হতাশা by TuHiN

রাত্রি বেড়ে চলে
বেড়ে চলে আমার
একাকীত্ব।
বেড়ে চলে আকন্ঠ
জীবনের মাংসল
ভার-
জীবন এ যেন এক
আজন্ম ক্যান্সার,
আমাকে উপভোগ
করে,
আমাকে উপভোগ
করে।

অমর প্রেম by তুহিন

বার বার অপলক দৃষ্টি নিয়ে দেখে যাই তোমায়যতবার দেখি ,আর যতবার দেখেছি আপন মনেতবুও বার বার অতৃপ্তি থেকে যায় ।ও চোখের গহিনে যে স্বপ্ন দেখিদেখি বেঁচে থাকার প্রয়াস ,এ তো এ জন্মের নয়এ তো পূর্ব জন্মের ।তবু তোমাকে দেখার সাধ মিটে না ।অপলক দৃষ্টি নিয়ে ততবার দেখেছি যতবার বাঁচারআকুতি ছিলো হৃদে ।তবুও যে অতৃপ্ত !তবে জেনে গেছি আমিহ্যাঁ খুব করে জেনে গেছি এ জন্মে তোমায় দেখারতৃপ্তি হবে না ।শর্তবিহীন আজীবন তোমাকে দেখার আদম্ম ইচ্ছে কেবুকের রাজ ফটকে বন্দী করেশেষ বারবের মত অপলক তোমায় দেখে দেখে যেতে যেতেচিৎকার করে বলে যাবো ,এ জন্ম আমার বৃথা ,এ জন্ম আমার নিরাশ ,তোমায় আরও দেখার ইচ্ছে ছিলো ।

For HUAWEI Watch Pro GPS NFC Smart Watch Men 360*360 AMOLED Screen Heart rate Bluetooth Call IP68 Waterproof Man Smartwatch 2025

  Specifications Hign-concerned Chemical None Battery Life 3Day Voice assistant built-in YES Bluetooth-compatible Version 5.3 Metrics measur...