Wednesday, December 18, 2024

জীবনে এমন একজন মানুষ থাকা দরকার,


 "জীবনে এমন একজন মানুষ থাকা দরকার, যার কাছে কোন কিছুই গোপন করতে হবে না নিঃসন্দেহে নির্দ্বিধায় সবকিছু বলা যাবে তার কাছে গোপনীয়তা জমা রাখা যাবে।

জীবনে এমন একটা মানুষ থাকা দরকার যে তোমার খোলা আকাশ হবে, দক্ষিণের বাতাস হবে। তার বুকে তোমার জন্য এক সমুদ্র ভালোবাসা থাকবে। তার চিন্তা ভাবনা, স্বপ্ন ইচ্ছা সবকিছুই থাকবে তোমাকে ঘিরে।


 যে মানুষটা একান্তই তোমার হবে, তোমাকে ছাড়া অন্য কারো চিন্তা তার মাথায় আসবে না। সে তোমাকে মিথ্যা মায়ার বাঁধনে বাঁধবে না, তোমার আশাগুলো স্বপ্নগুলো ভে'ঙ্গে চুরমার করে দেবে না, বরং সাথে থেকে স্বপ্নগুলো বাস্তবায়িত করবে এবং সব সময় তোমার মুখে হাসি ফুটাবে, যার গোটা পৃথিবী হবে শুধু তোমাকেই ঘিরে।🖤✨

No comments:

Post a Comment

প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন।

 💘প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন। 🌻 বেশিরভাগ পুরুষই তাদের মায়ের কাছ থেকে ভালোবাসা পাননি, তাই তারা অবচেতনভাবেই নারীদের মাধ্যমে সে...