Friday, December 13, 2024

কখনো ছেড়ে যেও না প্রিয়


 "কখনো ছেড়ে যেও না প্রিয়…!!

 অনেক সাধনা করে শত বছর অপেক্ষা করে তোমাকে পেয়েছি। আর হারাতে চাইনা। তোমার সাথে ঝগড়া করবো না, রাগ দেখাবো না, না করবো অভিমান, শুধু ভালবাসবে। তুমি রাগ করো অভিমান করো সব আমি মানিয়ে নেব। তুমি চোখের আড়াল হলে তোমাকে ছাড়া থাকতে পারিনা । তোমার সাথে কথা বললে অনেক  শান্তি পাই। এই শান্তিটুকু কেড়ে নিও না। আমি মানছি ..তোমার মত করে তোমাকে ভালবাসতে পারবো না। আমি আমার সবটুকু দিয়ে মন উজার করে চেষ্টা করব তোমাকে ভালোবাসার.! তুমি শুধু আমার কাছে থেকে যেও। F

No comments:

Post a Comment

প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন।

 💘প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন। 🌻 বেশিরভাগ পুরুষই তাদের মায়ের কাছ থেকে ভালোবাসা পাননি, তাই তারা অবচেতনভাবেই নারীদের মাধ্যমে সে...