ভাবছো হয়তো অভিযোগ করছি তোমার নামে।
তুমি হয়তো জানো না - আমার অভিযোগের পুরোটাই আমার নামে । অভিমানে ও আজও আমি শুধু তোমায় চাই।
ভাবছো হয়তো তোমায় ভুলে গেছি।
তুমি হয়তো জানো না - আমার ভুলগুলোও সব তোমায় ঘিরে। একটার পর একটা ভুল করে গেছি শুধু তোমাকে পেতে। তোমায় ভাবলে আজও আমি নিজেকে ভুলে যাই।
ভাবছো আমার কোথাও তুমি নেই।
তুমি হয়তো জানো না - আমার শহর ছেয়ে আছে নিখোঁজ বিজ্ঞপ্তিতে। অলিতে গলিতে তোমার দেখা মেলে - আমার শহরে আমিই নিখোঁজ। আমার কোথাও আমি নেই - সবটাতেই তোমার রাজত্ব।
ভাবছো আমি তোমায় বন্দী করে রাখতে চেয়েছি।
তুমি হয়তো জানো না - তোমায় স্বাধীনতা দিতে আমি নিজেকেই তোমার আয়ত্তে করে দিয়েছিলাম।
ভাবছো আজকাল আমার কিছু যায় আসে না।
তুমি হয়তো জানো না - অধিকার হারানোর অসহায়ত্ব। ফারাক তো আমার আজও পড়ে শুধু দেখাবার অধিকার নেই।
তুমি ভাবছো আমি তোমায় ছেড়ে দিয়েছি।
হয়তো জানো না - হারানোর ভয়ে আমি নিজেকেই ছেড়ে দিয়েছি সেই কবে। ধোঁকায় যে আজকাল বড্ড ভয় লাগে।
ভাবছো আজকাল আমি বড্ড উদাসীন। তোমায় নিয়ে ভাবি না।
হয়তো তুমি জানো না - আমার জীবনের প্রতিটি শায়েরিতে , প্রতিটা কবিতায় প্রতি লাইন শুধু তোমায় নিয়ে লেখা।
প্রশ্ন যখন তুমি - কাব্যে আমি ভীষন কাঁচা।
আজকাল তোমায় না পাওয়ার কষ্টের থেকে আমার তোমায় হারানোর ভয়টা অনেক বেশি। সেই ভয়ে আমি নিজেকেই কুরবান করেছি কতবার।
ইস, যদি তুমি আমার হতে! এই আক্ষেপটা হয়তো থেকে যাবে আজীবন। হয়তো একদিন তুমিও বুঝে যাবে তুমি আমার জন্য কতটা জরুরি ছিলে। বুঝে যাবে কতটা ভালোবেসে আমি তোমাকে হারিয়েছি।
কিন্তু হয়তো অনেকটা দেরিতে তখন সময় থাকবে না। আফসোসটা তাড়া করে বেড়াবে রোজ।
©®
No comments:
Post a Comment