Monday, December 30, 2024

ভালোবাসলে মানুষ নিজের থেকেই এফোর্টস দেয়, তাকে বারবার বলে দিতে হয়না।

 

ভালোবাসলে মানুষ নিজের থেকেই এফোর্টস দেয়, তাকে বারবার বলে দিতে হয়না। কোনটা প্রয়োজন কোনটা না, কোনটা খারাপ লাগে কোনটা ভালো সেগুলো আস্তে আস্তে সে নিজেই রপ্ত করে ফেলে। এইযে আমাদের জেনারেশন পোস্টে মেনশন বা রিলস পাঠিয়ে ভাবে মানুষটা এরপর এসব দেখে তার যত্ন নেওয়া শিখবে, ভালবাসতে শিখবে এটা আদতেই ভুল। 


ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে মানুষ অটোমেটিক এফর্টস দেওয়া শিখে নেয়, তাকে বলে দিতে হয়না। কেউ হয়তো রান্না করতে একদম জানে না দেখবেন ভালোবাসার মানুষটার পছন্দের খাবার টা বানানোর জন্য সে কতো চেষ্টা করছে, শিখছে, 

কেউ তাকে বলে দেয় নি, কেউ জোর করে নি, নিজেই করছে, উদ্যোগ নিজেরই।

 আবার জ্বরে কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, বারবার রাত্রে ঘুম থেকে উঠে থার্মোমিটার দিচ্ছে, অথবা ওই তেল মশলা বিহীন রংচটা ফ্যাকাশে খাবার সেও তার পার্টনারের সাথে মন খুলে খাচ্ছে, যাতে ওই মানুষটির মনে না হয় সে অসুস্থ, সে যাতে কষ্ট না পায়। 


আবার কেউ মুড সুইং বুঝে তার প্রিয় মানুষটিকে সময় দেওয়ার জন্য, বন্ধুদের সাথে আড্ডা ক্যানসেল করছে, অথবা কেউ গল্প শুনতে ভালোবাসে বলে তাকে গল্প শোনাচ্ছে। আবার কেউ রুটিন পরিবর্তন করছে, কেউ বা অভ্যাসে তাকে মিশিয়ে নিচ্ছে। 


এই যে ছোটো ছোটো এফোর্টস, যত্ন নেওয়া, না বলা কথা নিজের থেকেই বুঝে নেওয়া, নিজের সবটুকু দিয়ে তাকে ভালো রাখার চেষ্টা করা, সময় দেওয়া, ধৈর্য্য ধরে শুনতে পারা, এইযে একটা মনোভাব এটা সম্পূর্ণ নিজের, এটা কখনও আপনি বলে, কান্না করে, চেয়ে, ভিক্ষে করে, জোর খাটিয়ে আদায় করতে পারবেন না।

 যার কথা বলার থাকবে সে নিজের থেকে আসবে , যার আপনার সাথে রাস্তা হাটবার প্রয়োজন  থাকবে সে আপনার সাথেই ঘুরবে, যার আপনাকে ছাড়া কোনো অনুষ্ঠান  কমপ্লিট হবে না সে ডাকবে আপনাকে, এগুলো নিজের থেকে আসে, ভেতর থেকে, ভালোবাসলে অটোমেটিক আসে। 


নইলে রিলস পাঠিয়ে, বুঝিয়ে, দেখিয়ে, শুনিয়ে,। মেনসন করে এসব হয় না, একটু কথা বল না, একটু ঘুরতে চল না , একটু সময় দেও না,,,

 এসব আপনি অভিযোগ করতে করতে ক্লান্ত হয়ে গেলেও কেউ নিজের থেকে আপনার জন্য না করলে এগুলো আপনি পাবেন না, 


এটাকে luck বলে, 


ঐযে বলে না পৃথিবীর সব বৈভব টাকা দিয়ে কেনা গেলেও ভালোবাসা যায় না, 

এই জিনিস টাই টাকা দিয়ে ঠিক কিনতে পারবেন না, 

চেষ্টা করে দেখতে পারেন তবে আমি বলছি হেরে যাবেন, এটা অতো সস্তা না এটার জন্য ভাগ্য লাগে, ভালোবাসা লাগে।

Thursday, December 26, 2024

ভাবছো হয়তো অভিযোগ করছি তোমার নামে


 ভাবছো হয়তো অভিযোগ করছি তোমার নামে। 

তুমি হয়তো জানো না - আমার অভিযোগের পুরোটাই আমার নামে । অভিমানে ও আজও আমি শুধু তোমায় চাই।


ভাবছো হয়তো তোমায় ভুলে গেছি।

তুমি হয়তো জানো না - আমার ভুলগুলোও সব তোমায় ঘিরে। একটার পর একটা ভুল করে গেছি শুধু তোমাকে পেতে। তোমায় ভাবলে আজও আমি নিজেকে ভুলে যাই।


ভাবছো আমার কোথাও তুমি নেই।

তুমি হয়তো জানো না - আমার শহর ছেয়ে আছে নিখোঁজ বিজ্ঞপ্তিতে। অলিতে গলিতে তোমার দেখা মেলে - আমার শহরে আমিই নিখোঁজ। আমার কোথাও আমি নেই - সবটাতেই তোমার রাজত্ব।


ভাবছো আমি তোমায় বন্দী করে রাখতে চেয়েছি। 

তুমি হয়তো জানো না - তোমায় স্বাধীনতা দিতে আমি নিজেকেই তোমার আয়ত্তে করে দিয়েছিলাম।


ভাবছো আজকাল আমার কিছু যায় আসে না।

তুমি হয়তো জানো না - অধিকার হারানোর অসহায়ত্ব। ফারাক তো আমার আজও পড়ে শুধু দেখাবার অধিকার নেই। 


তুমি ভাবছো আমি তোমায় ছেড়ে দিয়েছি।

হয়তো জানো না - হারানোর ভয়ে আমি নিজেকেই ছেড়ে দিয়েছি সেই কবে। ধোঁকায় যে আজকাল বড্ড ভয় লাগে।


ভাবছো আজকাল আমি বড্ড উদাসীন। তোমায় নিয়ে ভাবি না।

হয়তো তুমি জানো না - আমার জীবনের প্রতিটি শায়েরিতে , প্রতিটা কবিতায় প্রতি লাইন শুধু তোমায় নিয়ে লেখা। 

প্রশ্ন যখন তুমি - কাব্যে আমি ভীষন কাঁচা।


আজকাল তোমায় না পাওয়ার কষ্টের থেকে আমার তোমায় হারানোর ভয়টা অনেক বেশি। সেই ভয়ে আমি নিজেকেই কুরবান করেছি কতবার।


ইস, যদি তুমি আমার হতে! এই আক্ষেপটা হয়তো থেকে যাবে আজীবন। হয়তো একদিন তুমিও বুঝে যাবে তুমি আমার জন্য কতটা জরুরি ছিলে। বুঝে যাবে কতটা ভালোবেসে আমি তোমাকে হারিয়েছি। 

কিন্তু হয়তো অনেকটা দেরিতে তখন সময় থাকবে না। আফসোসটা তাড়া করে বেড়াবে রোজ।


©®

Thursday, December 19, 2024

আমি তোমায় ভালবাসি এটা ততটা সত্যি - যতটা সত্যি চাঁদ, তাঁরা, সূর্য।


 আমি তোমায় ভালবাসি এটা ততটা সত্যি - যতটা সত্যি চাঁদ, তাঁরা, সূর্য। 

না পেলেও ভালবাসি , সরি আমি এত মহান নই। তুমি আমার কাছে কোনো অপশন নও যে পেলে ভালো - না পেলে ক্ষতি নেই। তুমি আমার সেই চয়েস যা একটাই হয় , কোনো এনাদার অপশন নেই। তুমি আমার সেই বেসিক নীড যা চাই ই চাই। যে কোনো মূল্যে , যে কোনো কিছুর বিনিময়ে আমার তোমাকেই চাই। তোমায় পেতে আমি সেই সীমা অব্দি যাবো যার পর আর কিছু অবশিষ্ট থাকে না। 

পৃথিবীতে আটশো দশ কোটি মানুষ - তার মধ্যে আমি তোমায় বেছে নিয়েছি। এত মানুষের মাঝে এই একটাই তো মানুষকে ভালোবেসেছি। তাও বলবে পাওয়ার জন্য ভালবাসিনি? না পেলে ক্ষতি নেই? তুমি আমার ভাল লাগা না - ভালোবাসা। আমার সেই পুরুষ যাকে আমি স্বেচ্ছায় , স্বজ্ঞানে আমার ওপর সম্পূর্ণ অধিকার , সম্পূর্ণ হক দিতে চাই। যাকে আমার অন্য কোনো সম্পর্ক না শুধু জীবনসঙ্গী হিসেবেই চাই। পৃথিবী উল্টে পাল্টে যাক, কেয়ামত ঘটে যাক, বিশ্বযুদ্ধ লেগে যাক তবুও আমার তোমায় চাই। 

এর পরেও যদি তোমায় না পাই - আমার বিন্দুমাত্র আফসোস নেই। কারণ সেটা তোমার দুর্ভাগ্য। আমি তোমায় এটুকু গ্যারান্টি দিতেই পারি - আমায় চেয়ে বেশি ভালো তোমায় কেউ বাসতে পারবে না। তোমার মায়ের পর আমি একমাত্র নারী যে তোমার জন্য পাগলামির শেষ অব্দি গিয়েছি। তোমার জন্য সব পারি। নারী তুমি অনেক পাবে - তবে আমার মত কেউ তোমায় চাইবে না। মুগ্ধ হয়ে তোমায় দেখবে না। তোমার জন্য লড়বে না। তোমায় পেতে সব ভুলে যাবে না। তোমায় হারিয়ে নিঃস্ব হয়ে যাবে না। তোমায় পেতে আমি আমায় ও বরবাদ করতে প্রস্তুত। তবে জেনে নিও এই দুনিয়া কিছুই না। শুধু তুমি বলে দেখো ' তুমি আমার' আমি দুনিয়া উল্টে পাল্টে দেবো তোমায় পেতে। তুমি তো জানো আমি যা বলি আমি তা করি।

শুধু তুমি স্থির থাকলে কোনো তৃতীয় ব্যক্তি আমাদের মাঝে জায়গা পাবে না। তুমি আমার থেকো বাকি সব আমি সামলে নেবো। 


তবু যদি আমি তোমায় না পাই, আমায় বিশ্বাস করতে না পারো - আমার হতে তোমায় ভাবতে হয় । তবে তুমি যেতে পারো। I don't care.. আমি তোমায় আটকাবো না আর নাতো পিছু ডাকবো। শুধু জেনে রেখো " আমি তোমায় ততটা ভালবাসি যার পর আর ভালোবাসা যায় না। আমি আমার বিনিময়ে তোমায় চেয়েছি - এর চেয়ে বেশি হয়তো আর চাওয়া যায় না। তোমায় যতটা ভালোবেসেছি ততটা ভালো অন্য কাউকে তো দূর - নিজেকেও বাসি নি আমি। 

এবার তোমার ইচ্ছা - তুমি যা চাও।


Copy

Wednesday, December 18, 2024

জীবনে এমন একজন মানুষ থাকা দরকার,


 "জীবনে এমন একজন মানুষ থাকা দরকার, যার কাছে কোন কিছুই গোপন করতে হবে না নিঃসন্দেহে নির্দ্বিধায় সবকিছু বলা যাবে তার কাছে গোপনীয়তা জমা রাখা যাবে।

জীবনে এমন একটা মানুষ থাকা দরকার যে তোমার খোলা আকাশ হবে, দক্ষিণের বাতাস হবে। তার বুকে তোমার জন্য এক সমুদ্র ভালোবাসা থাকবে। তার চিন্তা ভাবনা, স্বপ্ন ইচ্ছা সবকিছুই থাকবে তোমাকে ঘিরে।


 যে মানুষটা একান্তই তোমার হবে, তোমাকে ছাড়া অন্য কারো চিন্তা তার মাথায় আসবে না। সে তোমাকে মিথ্যা মায়ার বাঁধনে বাঁধবে না, তোমার আশাগুলো স্বপ্নগুলো ভে'ঙ্গে চুরমার করে দেবে না, বরং সাথে থেকে স্বপ্নগুলো বাস্তবায়িত করবে এবং সব সময় তোমার মুখে হাসি ফুটাবে, যার গোটা পৃথিবী হবে শুধু তোমাকেই ঘিরে।🖤✨

Sunday, December 15, 2024

মানুষ বলে আত্মসম্মান বিসর্জন দিয়ে ভালবাসা গ্রাহ্য না


 মানুষ বলে আত্মসম্মান বিসর্জন দিয়ে ভালবাসা গ্রাহ্য না।প্রকৃত অর্থে ভালবাসার মাঝে অন্তত এত ফর্মালিটির প্রয়োজন পড়েনা। ভালবাসলে ভুল বুঝাবুঝি হবেই। এতে করে সে কেন আমাকে আগে কল দেয়না এসব ভেবে বসে থাকতে নেই। 


অনেকে নিজে তুচ্ছ হবেন বলে প্রিয় মানুষটার খুঁজ নিজে থেকে নেননা। একবার ভেবে দেখছেন আপনার মত আপনার প্রিয় মানুষটার দৃষ্টিভঙ্গি হলে সম্পর্কটা বিচ্ছেদে গড়াতে দুই মিনিটও লাগবে না। 


প্রতিটি সম্পর্ক শুরুতে যে টান থাকে, পুরাতন হলে সে টান টা না থাকলে অনেক সম্পর্ক রুপ নেয় বিচ্ছেদে। সৌভাগ্যবান তো তারাই যাদের কাছে প্রতিটা দিনই প্রথম দিনের মত। 


অনেকে সম্পর্কের মাঝে জেদ আর ইগু এনে সম্পর্কটাকে ডাসবিনের মত বানিয়ে ফেলেন। আপনি মানুষ আপনার এটিটিউড থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু তার মানে এই নয় যে আপনার এটিটিউডের স্বীকার হবে আপনার প্রিয় মানুষ।  মনে রাখবেন যেদিন থেকে, যে মূহুর্ত থেকে আপনি একটি সম্পর্ক প্রতিস্থাপন করবেন সেদিন থেকে সে মূহুর্ত থেকে আপনার এটিটিউডকে হ/ত্যা করবেন,  সেটা শুধুমাত্র আপনার প্রিয়মানুষটার জন্য। 


মনে রাখবেন রাখবেন, রিলেশনপে যাওয়ার আগে আপনি যেরকম করতেন পরে একদম অনুরূপ তা করা যাবেনা। প্রিয় মানুষটার মতামতের সম্মান দিতে হবে। আর যদি বলেন আপনি আপনার মর্জি মত চলবেন তাইলে রিলেশনশিপে যাওয়ারই দরকার নাই। 


যদি সারাদুনিয়া একদিকে আপনার প্রিয় মানুষটা একদিকে এরকম ভেতর থেকে না আনতে পারেন তাহলে নিশ্চিত থাকুন আপনার ভালবাসায় কমতি আছে। আর ভালবাসার শূন্যতা অর্থ দিয়ে পূরণ করা যায়না। 


ঝগড়া'ঝাটি হলে যত তাড়াতাড়ি মিটমাট করবেন ততই ভালো।  আর না হলে এর শেষ পরিনিতি একদিন রুপ নেয় বি'চ্ছেদে 


পরিশেষে মনে রাখবেন যেকোনো জিনিস ভা'ঙা যতটা সহজ গড়া ততটাই কঠিন। ভা'ঙা কাচ যেমন জুড়া লাগানো যায়না ।তেমনি ভাঙ্গা মনও সহজে জোড়া লাগেনা। আর প্রিয়মানুষ এমন একটা জিনিস একবার হারালে শত জনম কান্না করলেও  ফেরত পাবেন না। হয়তো পেছন ফিরে যখন তাকাবেন তখন দেখবেন, আপনার প্রিয় অন্যকারো বুকে মাথা রেখে শুয়ে আছেন। তখন দেখবেন আর জ্বল'বেন। তাই সময় থাকতে আপনার প্রিয় মানুষটার কদর করতে শিখুন।



Saturday, December 14, 2024

প্রচন্ড ভালোবাসার পরেও আপনি যাকে পেলেন না,তার জন্য মন খারাপ করা কিংবা আফসোস করা নিছক বোকামি বৈকি!


 প্রচন্ড ভালোবাসার পরেও আপনি যাকে পেলেন না,তার জন্য মন খারাপ করা কিংবা আফসোস করা নিছক বোকামি বৈকি!


আফসোস তো সে করবে,যে আপনার কাছ থেকে এত ভালোবাসা,যত্ন,আদর পাওয়ার পরেও আরেকটু ভালো থাকার জন্য অন্য কাউকে বেছে নিয়েছে!


ভালোবাসার মানুষটাকে মুক্ত করে দিতে হয়।যাতে মানুষটা অন্তত দেখতে পারে;পৃথিবীর আর কেউ তাকে ঠিক আপনার মতো করে ভালোবাসতে পারে কিনা,বুঝতে পারে কিনা।


আর যখন সেই মানুষটা পুরো পৃথিবী ঘুরেও আপনার মতো কাউকে পাবে না,ঠিক তখন চরম আফসোস করবে!নিজেকে সান্ত্বনা দেয়ার ভাষা হারিয়ে ফেলবে।


আপনাকে কষ্ট দিয়ে অন্য কোথাও সুখ সে কোনোদিনও পাবে না এটা নিশ্চিত থাকুন।হয়তোবা আপনার সামনে নিজেকে সুখী উপস্থাপন করার জন্য নানা কৌশল অবলম্বন করবে ঠিকই কিন্তু ভেতরে ভেতরে সে প্রচন্ড আফসোস করবে আপনার জন্য।


পৃথিবীতে আজকাল প্রকৃত ভালোবাসা যে বড্ড দুর্লভ!যে মানুষ সামান্য একটু সুখের লোভে কারো ভালোবাসাকে অবজ্ঞা করে,সে মানুষ আর কোনোদিনও ভালোবাসা পায় না! কেননা ভালোবাসার মাঝেই যে প্রকৃত সুখ,তা অনেক মানুষেরই অজানা।


যাকে মন-প্রাণ দিয়ে ভালোবাসতেন,যত্ন নিতেন,আগলে রাখতেন;তাকে না পাওয়াটাই বেশ ভালো!

নিজের ভালো যে না বুঝে আপনাকে তীব্র আঘাত দিয়ে নিজের সুখের লোভে অন্য কাউকে বেছে নেয়,তার কাছে আপনি অন্তত কখনোই ভালো থাকার আশা রাখতে পারেন না,ভালো থাকতে পারেন না,ভালো থাকার কথাও না!


মনে রাখবেনঃ

যাকে প্রচন্ড ভালোবাসা যায়,তার থেকে–যে প্রচন্ড ভালোবাসে;তাকে হারানোর বেদনা অধিক কষ্টের এবং যন্ত্রণাদায়কও বটে!


আজ ভালোবাসার মানুষটাকে না পেয়ে আপনি যে আঘাত পাচ্ছেন,নিজেকে তীলে তীলে শেষ করে দিচ্ছেন;সেই মানুষটাও একটা সময় ঠিক আপনার থেকে দ্বিগুণ কষ্ট পাবে কেবল আপনার থেকে পাওয়া প্রচন্ড ভালোবাসা,যত্ন এবং আদরের কথা মনে করে।

বিশ্বাস করুন,অবশ্যই পাবে!


ভালোবাসা আর সময়;কখনোই কারো কাছে তার দেনা-পাওনা বাকি রাখে না।সময় মতো সুদে-আসলে সব শোধ করে দেয়!


অতঃপর আপনি?

একটা সময় ঠিকই তার স্বার্থপরতার কথা ভেবে নিজেকে বদলে নিবেন,গুছিয়ে নিবেন।কষ্টকে জয় করে নিজে ভালো থাকা শিখে নিবেন!


আফসোস কিংবা আক্ষেপ আপনার জন্য নয়,বরং তার জন্য-যে আপনার অসীম ভালোবাসাকে মূল্যহীন মনে করে নিজেকে বিকিয়ে দিয়েছে অন্য কারো কাম-বাসনায় আর নয়তো চাহিদায়!।🥀💜

আমরা কেমন অ'দ্ভুত তাই না.? প্রথমে একটা মানুষকে পাওয়ার জন্য পুরো পৃথিবী তো'লপাড় করে দেই।


 আমরা কেমন অ'দ্ভুত তাই না.?
প্রথমে একটা মানুষকে পাওয়ার জন্য পুরো পৃথিবী তো'লপাড় করে দেই। মানুষটাকে পাওয়ার জে'দ এত বেশি থাকে যে কাউকে পরোয়া করার সময় থাকে না। নিজের পরিবার, পারা প্রতিবেশী, এমনকি তার পরিবারের মুখোমুখি হবার জন্য ও নিজেকে প্রস্তুত রাখি। তাকে পাওয়ার জন্য পুরো পৃথিবীর সমান করার সাহস রাখি।
ভয় যদি থাকে সে একটাই - মানুষটাকে হারানোর। তাছাড়া মাথা মস্তিষ্ক, কল্পনা জল্পনা , দিবা স্বপ্ন বা নিশীস্বপ্ন সবটা জুড়েই ওই একটাই মানুষ। তাকে যে পেতেই হবে যেকোনো মূল্যে।
লড়তে লড়তে যখন পুরো পৃথিবী আমাদের বিপরীতে চলে যায় - আমরা একা হয়ে যাই সম্পূর্ণ । তখন জানতে পারি - বিপরীত মানুষটার আমাদের জন্য সিরিয়াস কোনো ফিল নেই। আমায় না পেলে তার বিশেষ কিছু যায় আসে না - বরং ভালই হয়।
আমরা ভে'ঙে যাই - তারপর ও একটার একটার চেস্টা করে যাই তাকে পাওয়ার, নিজের অনুভূতি বোঝানোর। কিন্তু নাহ্, বিশেষ কিছু লাভ হয় না। পায়ের তলার মাটি হারিয়ে ফেলি। পুরো পৃথিবী আমাদের উ'পহাস করে " কোথায় যার জন্য এত কিছু"?
কিছু বলার থাকে না। দেয়ালে পিঠ ঠে'কে যায় - ক্লান্ত হয়ে যাই। উঠে দাঁড়াতে চেষ্টা করি - ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায়।

তার প্রোফাইল চেক করা, আড়ালে লুকিয়ে দেখা, তার আশেপাশে থাকার বাহানা খোঁজা অভ্যাস হয়ে যায়। কোনো ইমোশনাল পোস্ট দেখলে বা কথা শুনলে ভাবি এটা হয়তো আমার জন্য। আবারো চেষ্টা করি - বেওকুফ হয় ফিরে আসি।
শেষ পর্যন্ত নিজেকে বোঝাই - মেনে নেই, ফিরে আসি। তাকে ভোলার কোনো চেষ্টা বাকি রাখি না। সবাই ভাবে আমরা মুভ অন করে গেছি - আমরাও ভাবি আমরা তাকে ভুলে গেছি। কিন্তু তার নাম শুনলে , তার মতো কাউকে দেখলে কিংবা কাটানো সময়গুলো কিছুই মাথা থেকে সরে না। তার প্রোফাইল চেক করার অভ্যাস টা পিছু ছাড়ে না। 

মজার ব্যাপার হলো - এখন অব্দি যা কিছু সবটাই এক তরফা। হোক পাওয়ার চেষ্টা বা ভোলার। হোক লড়াই কিংবা হার মানা। তার কোনো প্রতিক্রিয়া নেই - না তো কখনও ছিল। 
অথচ এটাকেই আমরা ভালোবাসা ভেবে ভুল করি। পরিবার এর সাথে দূরত্ব বাড়ে, বন্ধু বান্ধব উপহাস করে আর আমরা জোকার হয়ে যাই। অতঃপর সব কিছু থেকে লুকিয়ে বাঁ'চতে শুরু করি। নিজেকে আড়াল করে নেই - একা করে ফেলি। ভালবাসতে গিয়ে আমরা নিজেকে চো'র বানিয়ে ফেলি অথচ সে ঠিকই সিংহের মত মাথা উঁচু করেই বাঁ'চে। কি অদ্ভুত তাই না।

©®

Friday, December 13, 2024

শোনো!! তুমি কি অপেক্ষা বোঝো?


 

শোনো!!

তুমি কি অপেক্ষা বোঝো?

তীব্র অভিমানে মুখ ফিরিয়ে নিয়েও বার্তা পাবে না জেনেও আকুলতায় একটি বার্তার আশায় বসে থাকার নাম অপেক্ষা। ঐ যে, সন্ধ্যা নামলে যে পাখি নীড় হারায়, সে পাখি দ্বিকবিদিক ছুটাছুটি করে ঘরে ফেরার তাড়া নিয়ে। ঘর খুঁজে পাবে না জেনেও সে উড়তে থাকে আকাশে।

আচ্ছা তুমি নীরবতার ভাষা বোঝো?

বলার অনেককিছুই থাকে, শুধু বলতে গিয়ে গলায় আঁটকে যাওয়ার নামই নীরবতা। অপেক্ষা, অবহেলায় পড়ে থেকে মানুষ নীরব হয়ে যায়!

তুমি তো সবই বোঝো। শুধু বোঝো না, কেউ থাকার পরেও একা লাগার যন্ত্রণা। বোঝো না, ভালো থাকার একমাত্র অবলম্বন হারিয়ে ফেলার বেদনা। ঐ যে সঙ্গী হারানো ডাহুক পাখির চিৎকার-কান্না, তুমি তো বোঝো না। তুমি মৃ ত্যু দেখো, ভালোবেসে মানুষের হৃদয়ের মৃত্যু! এসব দেখে দেখে অভ্যস্ত তুমি। শুধু আমায় দেখো না, শুধু আমায় বোঝো না!

সম্পর্কে দিনরাত এক করে সময় দেয়া মানুষটা যদি হুট করে বদলে যায়


 সম্পর্কে দিনরাত এক করে সময় দেয়া মানুষটা যদি হুট করে বদলে যায়, তখন নিশ্চিত হয়ে নিন সে দোটানায় ভুগছে! আপনার সাথে সম্পর্ক রাখবে কি রাখবে না, তা নিয়ে সে দ্বিধাদ্বন্দে ভুগছে।


প্রতিটা সম্পর্কেই মানুষ কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে জড়ায়। আর যখন তার চাওয়ার ঠিক বিপরীত কিছু ঘটে, তখন সে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায়। আর সম্পর্ক থেকে সহজে বেরিয়ে আসার উপায় হচ্ছে, এড়িয়ে চলা। 


যে মানুষটা সম্পর্কের শুরুতে সবচেয়ে বেশি সিরিয়াস থাকে, সেই মানুষটা হুট করে বদলে গেলে বুঝে নিতে হবে, তার প্রয়োজন ফুরিয়ে এসেছে। মানুষ যখন প্রয়োজনে সম্পর্কে জড়ায়, তখন সে অনুভূতির মূল্য দেয় না। স্রেফ প্রয়োজনে সীমাবদ্ধ হয়ে গেলে, মানুষ আর সম্পর্ক দেখে না, অপর পাশের মানুষটার অসহায়ত্ব দেখে না। অপর পাশের মানুষটা যতই গভীর হয়ে যাক না কেন, যেকোনো মূল্যেই হোক সে নিজেকে সরিয়ে নিবেই। 


এরা সম্পর্কে জড়ায় ঠিক এভাবেই। নিজের দিকটা ঠিকঠাক সামলে রেখে, তারপর এরা সাবধানে পা ফেলে। সম্পর্কে বিচ্ছেদ, প্রতারণা, রাগ- অভিমান; যা কিছুই হয়ে যাক না কেন, তাতে তাদের কিচ্ছু যায় আসে না। এরা প্রয়োজনে আসে, আবার প্রয়োজন ফুরালে হাওয়ায় মিশে যায়!


এরা মানুষের মনোযোগ, ভালোবাসা, আবেগ-অনুভূতি, বিশ্বাস অর্জন করে, গা ঢাকা দেয়! এরা আসেই ক্ষণিকের ভালো লাগা, মোহ, সাময়িক আনন্দ কিংবা অবসরের বিনোদন নিতে। সম্পর্কের শুরুতে আবেগ দেখালেও সুযোগ বুঝে চলে যাওয়ার আগে এরা বাস্তবতা শিখিয়ে যায়! এরা ভালো রাখতে আসে না, ভালো থাকতে আসে। আর যখনই ভালো থাকতে পারে না, তখনই নিজেকে সরিয়ে নিতে আর দু'বার ভাবে না। আর যেটা সারাজীবন একটা মানুষকে মানসিক যন্ত্রণা দিতে থাকে!


সংগৃহীত

কখনো ছেড়ে যেও না প্রিয়


 "কখনো ছেড়ে যেও না প্রিয়…!!

 অনেক সাধনা করে শত বছর অপেক্ষা করে তোমাকে পেয়েছি। আর হারাতে চাইনা। তোমার সাথে ঝগড়া করবো না, রাগ দেখাবো না, না করবো অভিমান, শুধু ভালবাসবে। তুমি রাগ করো অভিমান করো সব আমি মানিয়ে নেব। তুমি চোখের আড়াল হলে তোমাকে ছাড়া থাকতে পারিনা । তোমার সাথে কথা বললে অনেক  শান্তি পাই। এই শান্তিটুকু কেড়ে নিও না। আমি মানছি ..তোমার মত করে তোমাকে ভালবাসতে পারবো না। আমি আমার সবটুকু দিয়ে মন উজার করে চেষ্টা করব তোমাকে ভালোবাসার.! তুমি শুধু আমার কাছে থেকে যেও। F

Thursday, December 12, 2024

সুখী হতে হলে মানুষের জীবনে ভালোবাসা এক অপরিহার্য উপাদান


 সুখী হতে হলে মানুষের জীবনে ভালোবাসা এক অপরিহার্য উপাদান। ভালোবাসা কোনো বস্তুগত বিষয় নয়, এটি হৃদয়ের গভীর এক অনুভূতি। এটি দায়িত্ব, বিশ্বাস, যত্ন এবং আন্তরিকতার সমন্বয়ে গড়ে ওঠে। ভালোবাসা এমন এক শক্তি, যা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রশান্তি এবং আনন্দ বয়ে আনে।


নারীর জীবনে একজন দায়িত্বশীল পুরুষের উপস্থিতি তাকে মানসিকভাবে সুরক্ষিত ও প্রশান্ত রাখে। একইভাবে, একজন পুরুষের জীবনে একজন বিশ্বাসী নারীর উপস্থিতি তাকে আত্মবিশ্বাসী ও দৃঢ় করে তোলে। এ সম্পর্কের মূলে থাকে একে অপরের প্রতি যত্ন এবং সম্মান।


একজন নারী যখন ছায়ার মতো পুরুষের পাশে থাকে, তাকে মানসিকভাবে উৎসাহিত করে, তখন পুরুষটির হৃদয় সতেজ হয়ে ওঠে। কাজের প্রতি তার উদ্যম বেড়ে যায়। অন্যদিকে, একজন পুরুষ যখন নিজের ঘাম ঝরিয়ে নারীর জন্য জীবন নির্বাহের ব্যবস্থা করে, তাকে সুরক্ষিত রাখে, তখন নারীর মনেও প্রশান্তি নেমে আসে। এ ভালোবাসা কেবল দেহ নয়, বরং মন ও আত্মাকে এক অন্যরকম শান্তি দেয়।


সুখ মানে শুধু ভোগবিলাস নয়। সুখ হলো সেই অভিজ্ঞতা, যা হৃদয়কে সতেজ রাখে, মনকে প্রফুল্ল করে। এই সুখের মূলে থাকে ভালোবাসা এবং একে অপরের প্রতি নির্ভেজাল দায়িত্বশীলতা। ভালোবাসা সেই পাখির গান, যা মনকে বসন্তের মতো শীতল করে। এটি সেই আলো, যা অন্ধকারকে দূরে সরিয়ে জীবনের পথ আলোকিত করে।


তাই, ভালোবাসা মানে শুধু মায়াবী চাহনি নয়; ভালোবাসা মানে দায়িত্ব, যত্ন, এবং সত্যিকারের বন্ধন। এই ভালোবাসাই জীবনের প্রকৃত সুখের ঠিকানা।

একমাত্র মন খুলে কথা বলতে পারার ব্যাপারটা একজন মানুষকে পুরোপুরি মানসিক এবং শারীরিক ভাবে সুস্থ রাখতে পারে।


 একমাত্র মন খুলে কথা বলতে পারার ব্যাপারটা একজন মানুষকে পুরোপুরি মানসিক এবং শারীরিক ভাবে সুস্থ রাখতে পারে। 


যে সম্পর্কে আপনাকে হিসেব করে কথা বলতে হয়, যার   সাথে নিয়ম করে কথা হয় না, দেখবেন সেই সম্পর্কে আপনি ভালো নেই! কথা নির্দ্বিধায় কিংবা নির্ভয়ে কাউকে বলতে পারার মতো সুন্দর অনুভূতি পৃথিবীতে আর হয় না। 


একজন মনোযোগী শ্রোতা আপনাকে সকল যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে আপনি যদি একজন মনোযোগী মানুষ পান, তবে আপনার চাইতে সুখী আর কেউ হতে পারে না।


যে মানুষটা আপনার সব কথা খুব মনোযোগ দিয়ে শোনে, এবং আপনাকে বোঝার চেষ্টা করে, সেই মানুষটা আপনাকে কখনো দুঃখ দিবে না। বরং সেই মানুষটার সান্নিধ্যে থাকলে আপনার মন ভালো থাকবে সেই সাথে নিজেকে কখনো একা মনে হবে না।


সম্পর্ক Toxic ঠিক তখনই হয়, যখন কেউ কারো কথা শোনার প্রয়োজন মনে করে না! যখন কথা না ফুরালেও সময় অনায়াসে ফুরিয়ে যায়। আর এই কথা শোনার জন্য প্রয়োজন হয় সময়ের। প্রিয়জনকে এই সময়টুকু দিতে যারা কৃপণতা করে, তাদের সাথে কোনো সম্পর্কেই ভালো থাকা যায় না!


কথা বলার প্রবল ইচ্ছে থাকার পরেও যদি বোবার মতো হয়ে বাঁচতে হয়, তবে সেই সম্পর্ক আপনাকে কেবল মানসিক যন্ত্রণা দিবে! পরস্পরের সময় দেয়ার যে ব্যাপারটা, সেটা পরস্পরের কথা পরস্পর মনোযোগ দিয়ে শোনার মধ্যে দিয়ে অতিবাহিত হতে পারে। আর নিঃসংকোচে যাকে সব কথা বলতে পারেন এবং সে আপনার কথা মনোযোগ দিয়ে শোনে, আপনাকে বোঝে, সেই মানুষটাকে দুঃখ দিয়েন না। নয়তো তার অভিশাপে সারাজীবন বোবার মতো হয়ে বাঁচতে হবে! কথা বলতে পারার ক্ষমতা নিয়ে জন্মেও সারাজীবন বোবার মতো হয়ে বেঁচে থাকার যন্ত্রণা অসীম।


#Copy

শরীরের যত্ন না নিয়ে, মনের যত্ন নিন, কাউকে কথা দিলে কথার মূল্য দিন


 💚শরীরের যত্ন না নিয়ে, মনের যত্ন নিন, কাউকে কথা দিলে কথার মূল্য দিন 💚


পৃথিবীতে মানুষ চেনা অনেক কঠিন ❤️

মানুষকে চেনা কিন্তু সহজ নয়। 

মানুষ শত ত্রুোশ দূরে থেকেও পাশে থাকে, আবার হাতে হাত রেখেও বিশ্বাস ভাঙ্গে। 

মানুষ গভীর ভালোবাসাও গোপন রাখে, আবার প্রতারণার ইচ্ছা নিয়েও চটপটে বলে দেয়, আমি তোমাকে ভালোবাসি।

মানুষ থাকবো বলেও হারিয়ে যায়, আবার কেউ চলে যাচ্ছি ' বলেও বারবার পিছু ফিরে তাকায়। 

কেউ কেউ আলোর পাশাপাশি অন্ধকারের পাশে থাকে, কেউ আবার ভালো থাকা কেড়ে নিয়ে লিখে দেয়' ভালো থেকো।'

এক চোখে অপেক্ষা, অন্য চোখে শূন্যতা, তবুও বিশ্বাস রাখি...!!!

 আজ আপনি আপনার প্রিয় মানুষটিকে অবহেলা করে খোঁজ নিলেন না। 

সে আজ রাতে না ঘুমিয়ে কষ্ট পেয়ে কান্না করলো। আপনি তাকে যতই ভালোবাসুন না কেনো. তার এই কান্নায় আপনি এক ধরনের ভালোলাগা অনুভব করবেন। 

পরের দিন ও আপনি তাই করলেন, আবার সেই খেয়ালিপোনা " এবার তার খোঁজ নিয়ে জানতে পারবেন, সে চোখের জল ঝড়াতে ব‍্যস্ত।  

আপনি ভাববেন, বাহ্!! সে তো আমাকে খুব ভালোবাসে.... আপনার ভেতরে অদ্ভুত এক ধরনের অনুভূতি হবে, বেশ ভালোও লাগবে। 

আপনি ভাববেন, এভাবে যত বেশি অবহেলা করব,

 সে আমাকে তত বেশি বেশি ভালোবাসবে। 

আস্তে আস্তে আপনি আরও বেশি অবহেলা করা শুরু করবেন। 

এভাবে একদিন হঠাৎ করেই জানতে পারবেন আপনার অবহেলা সত্ত্বেও সে আজ গভীর ঘুমে মগ্ন।

 তার চোখে আর জল নেই আপনার জন্য। 

তার মাঝে মাঝে এমন অবস্থা হয় যে তার কিছুই ভালো লাগেনা। 

তার দম আটকে আসে কারো সাথে কথা বলতে ইচ্ছে করেনা,। 

ঘুম আসেনা, তার শান্তি লাগেনা কোনো কিছুতেই। 

বুক ভারী হয়ে আসে কেমন যেনো একটা হাঁসফাঁস লাগে মনের মধ্যে সারাক্ষণ অস্থিরতা কাজ করে। 

তার মন খুলে হাসতে ইচ্ছে করেনা, চোখেও কান্না আসেনা।

 নীরবতা যেনো আঁকড়ে ধরে রয়েছে প্রতিটা মুহূর্তে।

 কি করতে ইচ্ছে করে, কি করলে ভালো লাগবে কিছুই সে বুঝতে পারেনা। 

মন উজাড় করে কাউকে বলতেও পারেনা যে, আমার ভীষন খারাপ লাগছে। 

কাউকে বলতে পারেনা যে আমার একটু শান্তির প্রয়োজন, ভীষন প্রয়োজন। 

তখন বুকের বাম পাশটা চিনচিনিয়ে উঠবে আপনার নিজেই নিজেকে প্রশ্ন করবেন, একি!! আজ সে কাঁদলো না কেনো??? 

সে কি আমাকে আর ভালোবাসে না???

 আপনি নিজেও জানেন না আপনার সেই অবহেলা, আপনাকে তার কাছ থেকে কত দূরে সরিয়ে নিয়ে গেছে। 

আপনার অবহেলায় সে আর কখনোই কাঁদবে না। 

বরং সে হাসবে। 

আপনার ভালোবাসায় সে যেমন হাসবে, তেমনি আপনার অবহেলাকেও হাসি মুখে মেনে নিয়ে ঘুমিয়ে পড়বে। 

অবহেলা দিয়ে কখনো ভালোবাসা অর্জন করা যায় না। যেটা করা যায় তা হলো সম্পর্কের মাঝে একটি নিখুঁত ছেদ!! 

ভালোবাসা অর্জন করতে হয় ভালোবাসা দিয়ে। অবহেলা বড়োই খারাপ জিনিস।

 শুধু মানুষ কেনো, কেউই এটি সহ‍্য করতে পারেনা। বাড়ির উঠোনে সারাদিন পরে থেকে যে কুকুরটি আপনার পায়ে মাথা ঘেঁষানোর দিনভর অবহেলা করে দেখুন। 

দেখবেন দুইদিন পর সে কুকুরটিও নিরুদ্দেশ হয়ে যাবে আপনার উঠোন থেকে😭😭

আজকাল বড্ড উতলা হয়ে থাকি, জানো তো?


 "আজকাল বড্ড উতলা হয়ে থাকি, জানো তো? 

হুটহাট জড়িয়ে ধরা, ঠোঁটে চুমু খাওয়ার বড্ড ক্রেবিংস হয়। শুনেছি জড়িয়ে ধরলে নাকি হতাশা দূর হয়।


ভীষণ মন খারাপের রাতে, তোমায় কাছে পাওয়ার ইচ্ছেরা বড্ড জ্বালায় আজকাল! একাকিত্ব পেয়ে বসে। চারদিকে ঝিঁঝি পোকার শব্দ, আকাশের ঐ সুদর্শন চাঁদ, শীতের রাতে কম্বল, এসব আর আমায় রোমান্টিক কিংবা উষ্ণতা অনুভব করাতে পারে না। ঐ যে, কাছে তুমি থাকো না, তাই।


আমি তো সেই কবে থেকেই উতলা হয়ে আছি। ও চোখে কাজল পরে এসে আমার সামনে দাঁড়াবে। তুমি দাঁড়ালেই তো আমি ঠোঁট বাড়াতে পারি। ও চোখে কাজল দেখে নিজেকে সামলাই কী করে? বলো তো...


এই যে হৃদয়ে এত প্রেম এত আদর, অথচ দেখো– প্রেমহীন জীবন অনাদরে কেমন দুমড়ে'মুচড়ে যায়! তুমি ছাড়া কী আর এসব জমে? শীতের রাতে চাহিদা দায়সারা দিয়ে তুমি তো দিব্যি দূরে থাকো, অথচ আমার এই উতলা মনটাকে বোঝাই কী করে?


কাজল চোখে, এলো চুলে, আকুল দৃষ্টিতে, নির্লিপ্ত কণ্ঠে,  আমায় ভালোবাসি, বলবে না? ভয় আর দ্বিধা উপেক্ষা করে, খুব শক্ত আলিঙ্গনে এ ঠোঁটে চুমু খাবে না?


হৃদয়ে টইটম্বুর প্রেম, ভেতরে তীব্র দহন, মোমের মতো পু'ড়তে থাকি শুধু! তুমি আগুন হয়ে শুধু পু'ড়িয়ে যাও, আমি কি আর তোমায় ছুঁতে পারি? তোমায় ছুঁলেই তো বরফ গলে পানি হয়। প্রবল তৃষ্ণায় ধুঁকে মর'ছি, অথচ তুমি? সেই তো দিব্যি দূরেই!❤️‍🩹😊



Wednesday, December 11, 2024

গতকাল হলো অতীত। আগামীকাল একটা রহস্য। কিন্তু আজকের দিনটি একটি উপহার।


 গতকাল হলো অতীত। আগামীকাল একটা রহস্য। কিন্তু আজকের দিনটি একটি উপহার। একারনেই একে বলা হয় 'প্রেজেন্ট'।


 সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায়, বুঝে নেবে এটা কখনো ভালোবাসাই ছিলো না। এটা ছিলো সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা।


 কারো হৃদয়ে আঘাত করাটা সাগরের বুকে পাথর ছুড়ে মারার মত। কেউ জানেনা সেই পাথর কত গভীরে আঘাত করবে। শুধু মাত্র যার হৃদয়ে আঘাত করবে সেই বুঝবে।


 পাশাপাশি থাকা মানেই কাছাকাছি থাকা নয়। দূরে থেকেও কাছাকাছি থাকা যায়। এটা কেবলমাত্র আপনার মানুষিকতার উপর নির্ভর করে।


 পৃথিবীতে ভালো থাকতে খুব বেশি কিছু প্রয়োজন নেই। একটু খানি সততা, নিজের উপর বিশ্বাস, অল্প কিছু আপন মানুষ যারা তোমাকে চোখ বুঝে বিশ্বাস করবে কিংবা যাদের কাছে প্রান খুলে কথা বলতে পারবে আর অল্পতেই সুখী হবার মানসিকতা। ভালো থাক সবাই, ভালো রাখুক প্রিয় মানুষদের। ভালো থাকুক আপনজনেরাও।


 কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না। ভেবে দেখো তুমিও কারো না কারো কাছে অযোগ্য। কেউ কারো যোগ্য নয়, যোগ্য বিবেচনা করে নিতে হয়।


তোমার ভুলগুলোকে নিজের সাথে বহন কোরো না, সেগুলোকে পায়ের নিচে ফেলো এবং সেগুলোর উপর ভর দিয়ে সামনে এগিয়ে চলার কাজে ব্যবহার করো।


 একটি ছাতা হয়তো বৃষ্টিকে থামিয়ে দিতে পারে না। কিন্তু তা আমাদের বৃষ্টির মধ্যে দাঁড়াতে সাহায্য করে। তেমনি নিজের প্রতি কনফিডেন্স হয়তো নিশ্চিত সাফল্যের নিশ্চয়তা দেয় না তবে তা আমাদের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি দেয়।


 সেই সময়টা খুব কঠিন, যে সময়ে চোখের পানি ফেলতে হয়। কিন্তু ওই সময়টা তার চেয়েও অনেক বেশি কঠিন,যে সময় চোখের পানি লুকিয়ে হাসতে হয় ।


 অন্যায়ের বিরুদ্ধে কোন প্রতিরোধই একজনে হয় না ঠিক কিন্তু শুরুটা সাহস করে একজনকেই করতে হয়। বাকিদের কাজ শুধু তার পাশে দাড়িয়ে যাওয়া।


 মন ভালো করার জন্যে খুব বেশী কিছু দরকার হয় না। প্রিয় মানুষ গুলোর একটু হাসিই যথেষ্ট।


 কাপড় রঙিন করতে হয়তো রঙের প্রয়োজন হতে পারে। কিন্তু জীবন রঙিন করতে রঙের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় কিছু ভাল বন্ধুর আর কিছু আপনজনের।


 এমন মানুষের সাথে বন্ধুত্ব করো, যে তোমার গুন গুলো মনে রাখে, আর তোমার ভুলগুলো সংশোধন করিয়ে দিয়ে সেই ভুলগুলোকে ভুলে যায়।


 পাহাড়ের  উপর দাড়িয়ে আকাশটাকে যতটা কাছের মনে হয়, আসলে আকাশটা ততটা কাছের নয়। তেমনি আপাতদৃষ্টিতে কোন কাজ সহজ মনে হলেও, বেশিরভাগ ক্ষেত্রেই তা সহজ নয়।


 মানুষের মন বড় জটিল। সেটাকে বুঝতে হলে তোমাকে অনেকটা সময় নিতে হবে। তুমি যদি খুব তাড়াতাড়ি বুঝে ফেল তাহলে নিশ্চিতভাবেই ধরে নিতে পার, তুমি ভুল বুঝেছ।


 যে কখনো আশা ছাড়ে না, তাকে হারানো সবচেয়ে কঠিন। তুমি তাকে ভেঙ্গে চুড়ে শেষ করে দিলেও সে আবার উঠে দাড়াবে, তুমাকে হারানোর স্বপ্ন দেখবে; ঠিক মৃত্যুর পূর্ব পর্যন্ত।


 তোমারহাসি যেন শুধু তোমার ঠোঁট থেকে নয়, মন থেকেও যেন আসে। একটি প্রাণোচ্ছল হাসি তোমার সম্পর্ককেও অনেক গভীর করে দিতে পারে।


জীবনে দুঃখ হতাশা থাকবেই, তাই বলে জীবনটাকে হতাশার মধ্যে ডুবিয়ে রাখা ঠিক নয়, সময় থাকতে চেষ্টা করো ঘুরে দাঁড়ানোর, অবশ্যই তুমি সফল হবে, কারন চেষ্টাই সফলতা বয়ে আনে।


মুহাম্মাদ শাফি ছিদ্দিকী

কখনো হার্ট আর ব্রেনের তীব্র যুদ্ধ টের পেয়েছেন


 কখনো হার্ট আর ব্রেনের তীব্র যুদ্ধ টের পেয়েছেন ? হার্ট বলছে মেনে নাও , কিন্তু ব্রেন বলছে আর কত মানবে ? হার্ট বলছে একটু না হয় ছোট হলে কিন্তু ব্রেন বলছে অসম্ভব, আত্মসম্মানে ছাড়া দেয়া যাবেই না। হার্ট বলছে , ভুলে যাও, ব্রেন বলছে ভুলে ভুলেই কি জীবন যাবে ? হার্ট সমঝোতা করতে চাইছে কিন্তু ব্রেন লড়ে যাচ্ছে হার্টটার সাথে। খুব অসহায় লেগেছে তখন। হয়েছে এমন ? 


আচ্ছা কখনো মনে হয়েছে, ওর কি আছে যা আমার নেই ? ও কিভাবে পারে, কেন আমি পারি না ? কিংবা কেন আমি ওর মত হলাম না ? নিজেকে খুব করে গালিগালাজ করেছেন আর ভেবেছেন, 

ঈশ! কেন যে করলাম না। আত্মবিশ্বাস ভেঙেছে, খুব ছোট হয়ে গেছেন নিজের কাছে। হয়েছে এমন ? 

মানদণ্ডের মাপ কাঠিতে সস্তা গান শুনেছেন কখনো ? ঐ যে সুখী সুখী রিক্সাওয়ালার মোবাইলে যে সব গান থাকে তেমন, ভোজপুরি সিনেমার ভূরি ওয়ালী নায়িকার ভাইরাল হওয়া কোন চরম সেক্সিস্ট গান, শুনেছেন ? এমন কোন ভিডিও ক্লিক করেছেন যেটা আপনার রুচির সাথে যায় না ? কিংবা একান্ত নিজের ফ্যান্টাসি, যা সভ্য সমাজে ছি ছি বলে অভিহিত হয়,এমন করেছেন কখনো ? 


এই সব অনুভূতির কোন ক্লাস নেই। শিক্ষিত- অশিক্ষিত,সামাজিক মানদণ্ডের লোয়ার, মিডেল কিংবা আপার ক্লাস,যাই হোক না কেন, সবার মধ্যেই এই সব অনুভূতি এবং অভিজ্ঞতা কম বেশি আছে। এগুলো হল মানুষের ডার্ক সিক্রেট। যদিও শিক্ষা, সভ্য ও ভদ্রতার ফিল্টারে এসব শুধু ব্যক্তিগত সিক্রেট হয়েই থেকে যায়। এবং সেটাই খুব স্বাভাবিক ।  


মানুষের একজন খুব আপন জন লাগে কেন জানেন? 

কারণ এই যে অনুভূতিগুলো শেয়ার করার জন্য। আপনার যদি এমন কেউ থাকে যার সাথে আপনার ডার্ক সিক্রেট, ব্যর্থতা, হাহাকার, নিজের অপমানগুলো নির্দ্বিধায় শেয়ার করতে পারেন, তবে আপনি অতি আপন জন পেয়েছেন। আপনাকে অভিনন্দন । 


আনন্দের,সাফল্যের,গর্বের,বিজয়ের,ভদ্র,সভ্য, পদোন্নতির ভাগ নেবার মানুষ যে কেউ হতে পারে কিন্তু ডার্ক সিক্রেট জেনেও যে গ্রহণ করে,পাশে থাকে ভালোবাসে,সে অতি আপন জন। দুর্মূল্যের বাজারে বহু জন মেলে, আপন জনও মিলে যায় কিন্তু অতি আপন জন মেলে না । আছে আপনার অতি কিংবা খুব আপন জন ?



স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়।


#Collected

Tuesday, December 10, 2024

তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই !!


 তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই !!

তুমি টের পেয়ে ছিলে, তুমি ভালো করেই বুঝে গিয়ে ছিলে, তোমাকে ছাড়া অন্য কারো কথা আমি ভাবতেই পারি না, তুমি খুব ভালো ভাবেই বুঝে গিয়ে ছিলে তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা দায়।

তোমাকে ছেড়ে দেওয়ার শক্তি আমার নেই...


তাই তুমি দিনের পর দিন অ'ব'হে'লা করতে শুরু করলে, আমি যত আঁকড়ে ধরে রাখার চেষ্টা করলাম তুমি তত অ'ব'হে'লা বাড়িয়ে দিলে, মা'ন'সি'ক ভাবে ক'ষ্ট দিতে শুরু করলে, তোমাকে ছাড়া থাকতে পারবো না বলে-- সম্পর্কটা বাঁ'চাতে দিনের পর দিন অ'ব'হে'লা, তু'চ্ছ'তা'চ্ছি'ল্য, মা'ন'সি'ক য'ন্ত্র'ণা সব নীরবে স'হ্য করে নিয়েছি।


কিন্তু না! এতো কিছুতেও তোমার আশ মিটলো না... তোমার মন ভরল না, তুমি দিনের পর দিন রং বদলাতেই থাকলে, খো'লসের পর খো'লস ছা'ড়তেই থাকলে, বার বার আমাকে ভে'ঙ্গে'চু'রে এ'কাকার করার পর আমার অ'শ্রুসিক্ত আখি দেখে তুমি পি'চা'শে'র হাসিতে মেতে উঠতে শুরু করলে।


আমি একটু একটু করে নিজেকে বোঝাতে শুরু করলাম... তুমি হয়ত আমার ভাগ্যেই নেই, তবুও মাটি কা'মড়ে পরে ছিলাম, শুধুমাত্র "তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই বলে"; কিন্তু তুমি তো থামবে না... তুমি তো থামতেই জানো না, আমার প্রতি তো তোমার ভালোবাসা-ই ছিলো না, যেটা ছিলো সেটা ভালো লাগা, সেটা মো'হ, তাই ভালো লাগা আর মো'হ কে'টে যাওয়া মাত্রই তুমি মানুষ থেকে অ'মানুষ হয়ে গিয়ে ছিলে।


একদিন হঠৎ করেই তুমি নতুন কাউকে নিয়ে এলে, আমার চোখের সামনেই অন্য কাউকে ভালোবাসতে শুরু করলে, স'হ্য করতে পারছিলাম না, একদম স'হ্য করতে পারলাম না আর; সে মুহূর্তেই তোমাকে ছে'ড়ে দিয়ে ফিরে আসলাম, কারণ! সব কিছুর ভা'গ দেওয়া যায় কিন্তু স্বামীর ভা'গ কখনোই না, সব অ'ত্যা'চা'র স'হ্য করা যায় কিন্তু মা'ন'সি'ক অ'ত্যা'চা'র না, সব অ'প'মা'ন স'হ্য করা যায় কিন্তু নিজের অস্তিত্বের অ'প'মা'ন স'হ্য করা যায় না।


সব কিছু বি'স'র্জ'ন দিয়ে বাঁ'চা যায় কিন্তু ব্য'ক্তি'ত্ব বি'স'র্জ'ন দিয়ে বাঁ'চা যায় না, তাই তোমাকে নয় নিজেকেই নিজে মুক্তি দিলাম, মি'থ্যে বন্ধন থেকে নিজেকে মুক্ত করলাম, "তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই" অনুভূতিটাকেই ভু'লে গেলাম।

Thursday, December 5, 2024

কোথায় যেনো একটা লেখা পড়েছিলাম

 

কোথায় যেনো একটা লেখা পড়েছিলাম। লেখাটা কেনো জানি মাথা থেকে সরাতে পারিনা দীর্ঘ একটা সময় যাবত। 😪


"তোমাকে একজন পেয়েছে মানে, আরেকজন কি বিভৎস ভাবেই না তোমাকে হারিয়েছে।" 


লেখাটা খুব ছোট, কিন্তু পৃথিবী সমান বিশাল কথাটার গভীরতা। কেউ একজন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর, কাউকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখে যাচ্ছে; অপেক্ষা করে যাচ্ছে। 🙃


অথচ অন্য কেউ কোনো অপেক্ষা ছাড়া, সাধনা ছাড়াই তাকে নিজের করে পেয়ে গেলো। সে জানেও না সে যাকে নিজের করে পেলো, তাকে পেতে একজন কতশত দিন ধরে ক্ষুধার্ত ভিক্ষুকের মত তার অপেক্ষায় দাঁড়িয়ে ছিলো। 😅


For HUAWEI Watch Pro GPS NFC Smart Watch Men 360*360 AMOLED Screen Heart rate Bluetooth Call IP68 Waterproof Man Smartwatch 2025

  Specifications Hign-concerned Chemical None Battery Life 3Day Voice assistant built-in YES Bluetooth-compatible Version 5.3 Metrics measur...