Thursday, November 12, 2015

MiSs YoU by TuHiN

তোমাকে কতটা মিসকরি তা শুধু আমি
জানি,আমি জানি আমিতোমাকে কতটা
ভালোবাসিতোমার কথা ভাবতে ভাবতেঘুম
হারিয়ে যায়,কেটে যায় অনেক রাত..........আর এই
তুমি সুখেরঅনুভূতিতে ঘুমিয়ে যাওহয়তবা আমাকে
তোমারমনেও পরেনা,কি আর করা সত্যিকারযদি
ভালবাসতে তাহলেবুঝতে কষ্ট টুকু,জানি তুমি
কখনোআমার হবেনা তবুওআমি তোমারি
অপেক্ষায় থাকিশুধু তোমাকে
ভালোবাসিবলে.......।।

No comments:

Post a Comment

প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন।

 💘প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন। 🌻 বেশিরভাগ পুরুষই তাদের মায়ের কাছ থেকে ভালোবাসা পাননি, তাই তারা অবচেতনভাবেই নারীদের মাধ্যমে সে...