Thursday, November 12, 2015

তুমি কেঁদে যাও
আমি দেখে যাব,
তোমার কান্নার ধ্বনি
আমাকে স্পর্শ করবেনা।
আমার কান্নার ধ্বনি
বেঝে উঠে আমার বুকে
আমি কেন কাঁদতে পারিনা।
কিযে কষ্ট, কিযে যন্ত্রণা
তুমি বুঝতে পারনি।
স্বাভাবিকের ছলে অস্বাভাবিক আমি
গোপন হৃদয়ে অসহায় আমি,
কেউ বুঝলোনা
তুমিও বুঝলেনা আমায়।
আমার মাঝেও তো ছিল ভালবাসা
ছিল স্বপ্নে আঁকা কিছুভাষা,
কেউ বুঝলোনা
তুমিও বুঝলে না আমায়।
অবিশ্বাস আমি আজ দাঁড়ালাম
তোমারই বিশ্বাসের কাঠগড়ায়,
তুমি পড়ালে আমায়
অবিশ্বাসের যন্ত্রণার মালা।
কিযে কষ্ট, কিযে যন্ত্রণা
তুমি বুঝলে না আমায়।

No comments:

Post a Comment

প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন।

 💘প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন। 🌻 বেশিরভাগ পুরুষই তাদের মায়ের কাছ থেকে ভালোবাসা পাননি, তাই তারা অবচেতনভাবেই নারীদের মাধ্যমে সে...