Saturday, November 14, 2015

কষ্ট by tuhin

কষ্ট মানুষকে কাঁদায় না.
নীরব করে রাখে ।
আরে কাঁদায় তো সুখ.
যে আসে.
আবার চলে যায় ।
দিয়ে যায় ভুলতে না পারা কিছু সময় ও
কিছু স্মৃতি ।
যা একজন মানুষকে কুঁড়ে কুঁড়ে খায়.
সারাটি জীবন......

No comments:

Post a Comment

এই পৃথিবীতে যদি সত্যিকারের "বেস্ট ফ্রেন্ড" বলে কেউ থেকে থাকে, সেটা তুমি নিজেই।

 এই পৃথিবীতে যদি সত্যিকারের "বেস্ট ফ্রেন্ড" বলে কেউ থেকে থাকে, সেটা তুমি নিজেই। কারণ দিন শেষে সবাই ব্যস্ত নিজের জীবনে, কিন্তু তুমি...