যে মানুষটা তোমাকে প্রচন্ড পরিমাণে
ভালোবাসে,
সে মানুষটাকে ইচ্ছা করে অবহেলা করো না ।
হ্যা তুমি অবহেলা করলে কষ্ট পাবে ঠিকই,
কিন্তু , কষ্ট পেয়েও সে তোমাকে ক্ষমা করে
দিবে ।
তোমার কাছেই ফিরে আসবে ।
তুমি তার দুর্বলতা এটা জেনে তাকে ইচ্ছা করে
কষ্ট দিও না ।
এটা ভেবো না যে যতো যাই করি,
অতো দিন শেষে আমার কাছেই আসবে,
এটা চিন্তা করে তার আবেগের সাথে নিষ্ঠুরের
মতো খেলার অধিকার তোমার নেই ।
কারো দুর্বলতা জেনে তাকে আঁঘাত করে মজা
পাওয়ার অধিকার তোমার নেই ।
ভালোবাসে,
সে মানুষটাকে ইচ্ছা করে অবহেলা করো না ।
হ্যা তুমি অবহেলা করলে কষ্ট পাবে ঠিকই,
কিন্তু , কষ্ট পেয়েও সে তোমাকে ক্ষমা করে
দিবে ।
তোমার কাছেই ফিরে আসবে ।
তুমি তার দুর্বলতা এটা জেনে তাকে ইচ্ছা করে
কষ্ট দিও না ।
এটা ভেবো না যে যতো যাই করি,
অতো দিন শেষে আমার কাছেই আসবে,
এটা চিন্তা করে তার আবেগের সাথে নিষ্ঠুরের
মতো খেলার অধিকার তোমার নেই ।
কারো দুর্বলতা জেনে তাকে আঁঘাত করে মজা
পাওয়ার অধিকার তোমার নেই ।
No comments:
Post a Comment