একটা মানুষকে বাহির থেকে দেখে কখনোই
বুঝা যায় না যে,
সেই মানুষটার মনে কি পরিমান কষ্ট জমা
আছে_____
কেউ কেউ হাসির আড়ালে কষ্টগুলোকে
লুকিয়ে রাখে,
আবার কেউ কেউ নিজেকে ব্যাস্ত রেখে
কষ্টগুলো ভুলার চেষ্টা করে___
নিভে যাওয়া কয়লায় বাতাস দিলে আগুন
যেভাবে পুনরায় উত্তপ্ত হয়ে উঠে,
মানুষ যখনই একাকী থাকে তখন তার
কষ্টগুলোও মনের ভিতর উত্তপ্ত হয়ে উঠে___
একটা সময় মানুষ কষ্টগুলোকে লুকিয়ে রাখতে
শিখে যায়,
নিজেকে ব্যাস্ত করে কষ্টগুলোকে সাময়িক
ভুলে থাকতেও শিখে ফেলে,
তবে পৃথিবীতে এমন কাউকে খুজে পাবেন
না যে তার কষ্টগুলোকে মন থেকে
একেবারে মুছে ফেলতে পেরেছে___
পেন্সিলের লেখা রাবার দিয়ে মুছলেও
দেখবেন একটা দাগ থেকে যায়,
তেমনি কষ্ট লুকিয়ে রাখলে বা সাময়িক
ভুলে থাকলেও সেই কষ্টের একটা দাগ মনে
থেকেই যায়___
কষ্টগুলোকে মন থেকে চিরতরে মুছে ফেলতে
পারলে হয়তো মানুষের জীবনটা অন্যরকম
হতে পারতো___
বুঝা যায় না যে,
সেই মানুষটার মনে কি পরিমান কষ্ট জমা
আছে_____
কেউ কেউ হাসির আড়ালে কষ্টগুলোকে
লুকিয়ে রাখে,
আবার কেউ কেউ নিজেকে ব্যাস্ত রেখে
কষ্টগুলো ভুলার চেষ্টা করে___
নিভে যাওয়া কয়লায় বাতাস দিলে আগুন
যেভাবে পুনরায় উত্তপ্ত হয়ে উঠে,
মানুষ যখনই একাকী থাকে তখন তার
কষ্টগুলোও মনের ভিতর উত্তপ্ত হয়ে উঠে___
একটা সময় মানুষ কষ্টগুলোকে লুকিয়ে রাখতে
শিখে যায়,
নিজেকে ব্যাস্ত করে কষ্টগুলোকে সাময়িক
ভুলে থাকতেও শিখে ফেলে,
তবে পৃথিবীতে এমন কাউকে খুজে পাবেন
না যে তার কষ্টগুলোকে মন থেকে
একেবারে মুছে ফেলতে পেরেছে___
পেন্সিলের লেখা রাবার দিয়ে মুছলেও
দেখবেন একটা দাগ থেকে যায়,
তেমনি কষ্ট লুকিয়ে রাখলে বা সাময়িক
ভুলে থাকলেও সেই কষ্টের একটা দাগ মনে
থেকেই যায়___
কষ্টগুলোকে মন থেকে চিরতরে মুছে ফেলতে
পারলে হয়তো মানুষের জীবনটা অন্যরকম
হতে পারতো___
No comments:
Post a Comment