বিস্ময় ছিলে তুমি স্বপ্ন আমার
কাছে পাবো না জানি তোমাকে তো আর
কাটত সময় কত গল্প করে, বলতে ভালবাসি হাত টি
ধরে
আমি ভুলবো না, আমি ভুলবো না, আমি ভুলবো না
তোমাকে।।
স্বপ্ন প্রহর গুলো মনে পরে যায়
সোনালী আবেগ কাছে ডাকতো আমায়
সৃতি গুলো আজ শুধু আবেশে জড়ায়
বার্থ এ মন শুধু আমাকে কাঁদায়
আমি ভুলবো না, আমি ভুলবো না, আমি ভুলবো না
তোমাকে।।
প্রেম কি ছিল না ছিল না ছিল শুধু প্রহসন
চেয়েছি নিবিড় করে শুধু অকারণ
তোমার-ই ছবি মনে তুমি পাশে নেই, অন্যের হয়ে
গেলে খুব সহজেই
কেনো থাকলে না, কেনো থাকলে না, কেনো
থাকলে না আমার হয়ে।
আমি ভুলবো না, আমি ভুলবো না, আমি ভুলবো না
তোমাকে।
দিশে হারা হয়ে পড়ে আছি তবু পারিনি মেনে
নিতে ভুলে যাবে কভু
দিশে হারা হয়ে পড়ে আছি তবু পারিনি মেনে
নিতে ভুলে যাবে কভু।।
চলে গেলে কেন একা ফেলে আমাকে....
তোমার অবুঝ মন বোঝেনি তখন হয়ত পারিনি হতে
তোমারই মতন,
হৃদয় মাঝে সৃতি চিহ্ন রেখে, প্রেমের সমাধি মনে
গেলে যে এঁকে
আমি ভুলবো না, আমি ভুলবো না, আমি ভুলবো না
তোমাকে।।
কেনো থাকলে না, কেনো থাকলে না, কেনো আমার
হয়ে
আমি ভুলবো না, আমি ভুলবো না, আমি ভুলবো না
তোমাকে।।
কাছে পাবো না জানি তোমাকে তো আর
কাটত সময় কত গল্প করে, বলতে ভালবাসি হাত টি
ধরে
আমি ভুলবো না, আমি ভুলবো না, আমি ভুলবো না
তোমাকে।।
স্বপ্ন প্রহর গুলো মনে পরে যায়
সোনালী আবেগ কাছে ডাকতো আমায়
সৃতি গুলো আজ শুধু আবেশে জড়ায়
বার্থ এ মন শুধু আমাকে কাঁদায়
আমি ভুলবো না, আমি ভুলবো না, আমি ভুলবো না
তোমাকে।।
প্রেম কি ছিল না ছিল না ছিল শুধু প্রহসন
চেয়েছি নিবিড় করে শুধু অকারণ
তোমার-ই ছবি মনে তুমি পাশে নেই, অন্যের হয়ে
গেলে খুব সহজেই
কেনো থাকলে না, কেনো থাকলে না, কেনো
থাকলে না আমার হয়ে।
আমি ভুলবো না, আমি ভুলবো না, আমি ভুলবো না
তোমাকে।
দিশে হারা হয়ে পড়ে আছি তবু পারিনি মেনে
নিতে ভুলে যাবে কভু
দিশে হারা হয়ে পড়ে আছি তবু পারিনি মেনে
নিতে ভুলে যাবে কভু।।
চলে গেলে কেন একা ফেলে আমাকে....
তোমার অবুঝ মন বোঝেনি তখন হয়ত পারিনি হতে
তোমারই মতন,
হৃদয় মাঝে সৃতি চিহ্ন রেখে, প্রেমের সমাধি মনে
গেলে যে এঁকে
আমি ভুলবো না, আমি ভুলবো না, আমি ভুলবো না
তোমাকে।।
কেনো থাকলে না, কেনো থাকলে না, কেনো আমার
হয়ে
আমি ভুলবো না, আমি ভুলবো না, আমি ভুলবো না
তোমাকে।।
No comments:
Post a Comment