Thursday, October 3, 2024

তোমাকে দেখিনা


 প্রিয় একজন মানুষ ছিল, 

যাকে হারিয়ে ফেলব ভাবলেই বুকের মধ্যে ব্যথার বিস্ফোরণ ঘটতো। 

তাকে বলতে না পারা কথা গিলে ফেলার পর ভিতরে যে জ্বালাপোড়া শুরু হয়;

পৃথিবীর যেকোনো বিষাক্ত বিষ সেই যন্ত্রণার কাছে তুচ্ছ।

তাকে দেখি না আজ এক কোটি বছর হয়। 

এখন আর সেই ব্যথা অনুভব করিনা, 

শুধু আজও সমুদ্র দেখলে মনে পড়ে যায় - আমাদের একসাথে পায়ে পা মিলিয়ে হেঁটে, 

সমুদ্র দেখার কথা ছিল।

জোৎস্না দেখলে মনে পরে,

এক সাথে জ্যোৎস্নার রাতে সাদা বালির উপর পায়ে পা মিলিয়ে হাঁটার ইচ্ছে ছিল।

কিন্তু প্রকৃতি খুবই নিষ্ঠুর, পৃথিবীর নিয়ম নীতির বেড়াজালে আট-কে আছে আমার অনুভূতি। 

আছি একই আকাশের নিচে অথচ তার সঙ্গে আমার আকাশ পাতাল দূরত্ব।

No comments:

Post a Comment

প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন।

 💘প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন। 🌻 বেশিরভাগ পুরুষই তাদের মায়ের কাছ থেকে ভালোবাসা পাননি, তাই তারা অবচেতনভাবেই নারীদের মাধ্যমে সে...